দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

Post Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদ শুরু হওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। পরে ডেপুটি স্পিকার শামসুল হক হাউজে স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

পরে সংসদে বিরতি ঘোষণা করা হয়।

বিরতির ফাঁকে রাষ্ট্রপতির কাছে স্পিকার হিসেবে শপথ নেবেন শিরীন শরামিন চৌধুরী। এরপর নতুন এমপিদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরআগে দুপুর থেকেই সংসদ ভবনে নতুন সংসদ সদস্যদের একের পর এক গাড়িবহর ঢুকতে দেখা যায়। হাসিমুখে হাত নাড়িয়ে ঢুকছেন সংসদ সদস্যরা।

উল্লেখ্য, ২০১৯ সালে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল, আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ শেষ ২৯ জানুয়ারি। একাদশের মেয়াদ শেষ হওয়ার পরদিনই দ্বাদশ সংসদের মেয়াদ শুরু হয়েছে।