সাতক্ষীরায় ভুয়া ডাক্তারসহ ২ জনের কারাদণ্ড, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

Post Thumbnail

সাতক্ষীরা শহরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় ভুয়া ডাক্তারসহ দুজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল এই অভিযান চালায়।

এসময় সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় এলাকায় শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সেজে প্রতারণার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ৬ মাসের কারাদণ্ড ও প্রতিষ্ঠানটির মালিক আবুবকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকায় আস্থা ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদণ্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালার আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন জানান, সরকারি আদেশে অভিযান চালানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।