দুবাইয়ে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পায়নি আফগানিস্তান

Post Thumbnail

আগামী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-২৮) আমন্ত্রণ পায়নি আফগানিস্তান।

দেশটির এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (এনইপিএ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা টোলোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনইপিএ’র জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান রহুল্লাহ আমিন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আমাদের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক পর্যবেক্ষণের কারণে তারা এখনো আফগানিস্তানকে আমন্ত্রণ জানায়নি। 

রহুল্লাহ আমিন আরো জানান, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর রাজনীতিকরণ ঠিক নয়। যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম।

অপরদিকে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, জলবায়ু পরিবর্তন কোনো নির্দিষ্ট দেশের বিষয় নয়। এটি বিশ্বের বিশাল অঞ্চলের অন্তর্গত। তাই ইসলামী আমিরাতকে আমন্ত্রণ জানানো উচিত