পাকিস্তানে হজের নিবন্ধন শুরু

Post Thumbnail

আগামী বছর যারা সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজব্রত পালন করতে চান তাদের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে পাকিস্তান। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রেডিও পাকিস্তানকে জানিয়েছেন, আগামী বছরের হজের জন্য নির্ধারিত ব্যাংকগুলো আবেদন গ্রহণ করছে। যাদের পাসপোর্টের মেয়াদ ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত রয়েছে তারা আবেদন করতে পারবে।

তিনি আরো জানান, আগামী বছর সরকারি ব্যবস্থাপনায় প্রায় ৮৯ হাজার ৬০৫ জন পাকিস্তানি হজে যাবেন। তবে নির্ধারিত সংখ্যার বেশি আবেদন জমা পড়লে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করা হবে। এর মাধ্যমে প্রথমবারের মতো পুরুষ সঙ্গী ছাড়াই হজব্রত পালন করার সুযোগ পাবেন নারীরা।

গত সপ্তাহে পাকিস্তানের তত্ত্বাবধায়ক ধর্মমন্ত্রী ড. আনিক আহমেদ সরকারি হজ ব্যয় কমানোর ঘোষণা দেন। তিনি জানান, পাকিস্তান ১ লাখ ৭৯ হাজার হজযাত্রী পাঠাবে। যার অর্ধেক বেসরকারি হজ অ্যাজেন্সিগুলোর জন্য সংরক্ষণ করা রয়েছে