অনুমোদনহীন ফ্রিকোয়েন্সি ও অবৈধ বেতার যন্ত্র আটক, গ্রেফতার ১

Post Thumbnail

রাজধানীর সবুজবাগ এলাকা হতে বিটিআরসির অনুমোদনহীন ফ্রিকোয়েন্সি ও অবৈধ বেতার যন্ত্র সামগ্রীসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ১লা ফেব্রুয়ারি রাত ৭:২০টায় র‌্যাব-১০ ও বিটিআরসি-এর সমন্বয়ে একটি যৌথ দল রাজধানী ঢাকার সবুজবাগ থানাধীন দক্ষিণ মাদারটেক সরকারপাড়া এলাকায় একটি অভিযানে বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অনুমোদনবিহীন বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী স্থাপন ও অবৈধ ব্যবসা পরিচালনা করার অপরাধে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ মিজানুর রহমান (৩৬), পিতা-মোঃ আঃ রাজ্জাক, সাং-দক্ষিণ কলমেশ্বর, থানা-গাঁছা, জেলা-গাজীপুর।

এসময় তার নিকট থেকে ২৮টি বিভিন্ন মডেলের সেটটপ বক্স, ১টি ইনকোডার, ১টি রিসিভার, ১টি মডুলেটর, ২টি এন্টিনা ও ৩টি এলএনবি উদ্ধার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অনুমোদনবিহীন বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী স্থাপন করে বিদেশী স্যাটেলাইট থেকে বিদেশী বিভিন্ন চ্যানেল ডাউন লিংক করে গ্রাহকের নিকট বিতরণের মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল।

 গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।