বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের সাথে ববি কর্তৃপক্ষের মতবিনিময়

Post Thumbnail

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্যের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবির, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বিসিসির বর্জ্য ব্যবস্থাপনা শাখার পরিদর্শক, সহকারী পরিদর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার সাইদুজ্জামানসহ উপাচার্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ময়লা আবর্জনা একদিন পরপর অপসারণ করার সিদ্ধান্ত হয়। এতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অচিরেই একটি পরিচ্ছন্ন ক্যাম্পাসে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য। পাশাপাশি ময়লা আবর্জনা পরিষ্কারে সহায়তা করায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহকে পুনরায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ববির উপাচার্য।