রাজধানীতে র‌্যাবের হাতে ৩ ছিনতাইকারী গ্রেফতার

Post Thumbnail

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর শাহবাগ এলাকা হতে তিনজন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে বলে র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় একটি অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- মোঃ পলাশ (১৯), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-চরমোনাই, থানা-বন্দর, জেলা-বরিশাল; মোহাম্মদ গাজী (১৯), পিতা-মৃত আলী আকবর, সাং-চুনকুটিয়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা ও মোঃ জাহাঙ্গীর হোসেন (১৯), পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-হাজীমারা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা।

এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ শাহবাগসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।