মিয়ানমার থেকে এখনও আসছে গুলির আওয়াজ

Post Thumbnail

মিয়ানমারে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ কিছুটা কমলেও থেমে থেমে তীব্র গুলিবর্ষণের ঘটনা ঘটছে। গুলির আওয়াজ বাংলাদেশর অভ্যন্তরেও পাওয়া যাচ্ছে।

শুক্রবার দুপুরে বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে এ আওয়াজ এ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, দুপুরে মিয়ানমারের অভ্যন্তরে একের পর এক গুলিবর্ষণ শুরু হয়। এতে আওয়াজের পাশাপাশি এপারেও গুলি আসা শুরু হয়।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, দুপুরের পর সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়। বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোনো গুলির শব্দ পাওয়া যায়নি। গুলির শব্দ শুনার পর মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সন্ধ্যা ৬টার দিকে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আশরোকি জানান, মিয়ানমারের অভ্যন্তরে দুইপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হচ্ছে। এর জেরে মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে। যদিও সীমান্ত পরিস্থিতি গত বুধবার থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত শান্ত ছিল। শুক্রবার দুপুরের পর থেকে সীমান্তে গুলির শব্দ ভেসে আসছে। তবে এতে আতঙ্কের কিছু নেই বলেও জানান তিনি।