বিভাগীয় গণিত অলিম্পিয়াডে ১০ পজিশনের ৬টি বরিশাল বিশ্ববিদ্যালয়ের

Post Thumbnail

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গণিত অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে অধ্যাপক ড. আব্দুল মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক বেল্লাল হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।

এখানে বরিশাল বিভাগের বিশ্ববিদ্যালয়ের সম্মান চলমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পায়। অলিম্পিয়াডে ১০টি পজিশনের ভেতর ১ম, ২য়, ৬ষ্ঠ, ৭ম, ৮ম এবং ১০ম- মোট ৬টি পজিশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ জয়ী হয়েছে। ১ম স্থান অধিকার করে গণিত বিভাগের সাইদুর রহমান আরিফ এবং দ্বিতীয় স্থান অধিকার করে গণিত বিভাগের মোঃ রাকিন আসিফ আলমাস।

এই জয় নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভালো করছে এটা দেখতে পেয়ে আমার খুব ভালো লাগে এবং তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়াটাই হলো আমাদের মূল কাজ।শিক্ষার্থীদের এ ধরনের সাফল্যে সবসময় আমি আনন্দ এবং গর্ববোধ করি এবং তাদের পাশে আমি সবসময় আছি, থাকবো।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান বলেন, ‘শিক্ষার্থীরা ভালো করায় আমি আসলেই খুব খুশি এবং আনন্দিত। আমি আশা করি এদের নিয়ে ঢাকায় যে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে সেখানেও তারা সফলতা অর্জন করবে।