ট্রাকে মুরগির খাবারের আড়ালে গাঁজা বহনকালে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Post Thumbnail

ট্রাকে করে মুরগির খাবারের আড়ালে গাঁজা বহনকালে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকা হতে ছয় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। র‌্যাব-১০ এর গণমাধ্যম শাখা থেকে খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ট্রাকে করে মুরগির খাবারের আড়ালে গাঁজা বহনকালে ছয় কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদ সরদার (৩৮) বলে জানা যায়। এ সময় তার নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ এবং ৩১০ বস্তা মুরগির খাবার, একটি মোবাইল ফোন ও নগদ- ২,২৩০/- (দুই হাজার দুইশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।