কলাবাগান মাঠে চলছে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা 

Post Thumbnail

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট, রংপুর, বরিশাল, গোপালগঞ্জের পর এবার রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে তিনবারের ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী জনসভা চলছে।

সোমবার দুপুর থেকেই ধানম‌ন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় রঙিন টি-শার্ট আর ক্যাপ পরে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে নৌকার জনসভায় যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন মিছিলে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ নির্বাচনী জনসভায় বিকেলে প্রধান অতিথির ভাষণ দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার বিভিন্ন আসনের দলীয় প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ঢাকঢোল বাজিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে দিতে জনসভায় আসছেন। তাদের হাতে দেখা যাচ্ছে প্রার্থীর ছবি সংবলিত ফেস্টুন।

নির্বাচনী জনসভা প‌রিচালনা করছেন দ‌ক্ষিণ আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বির।

জনসভাকে কেন্দ্র করে কলাবাগান মাঠসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

জনসভাস্থলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ টয়লেট ও পানির গাড়ি রাখা হয়েছে।

নির্বাচনী জনসভায় আওয়ামী লী‌গের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বি‌ভিন্ন পর্যায়ের নেতারা উপ‌স্থিত রয়েছেন।