পোরশায় ঢিলেঢালাভাবে জাতীয় বীমা দিবস পালিত 

Post Thumbnail

নওগাঁর পোরশায় জাতীয় বীমা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আজ শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন নওগাঁ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নিতপুর সরকারি মডেল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, জাতীয় বীমা মানুষের বিপদকালীন বন্ধু। এর মাধ্যমে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। বিপদকালীন সহযোগিতা পেতে সবারই বীমা করা প্রয়োজন।

সভা শেষে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত সভায় কৃষি সম্প্রচারণ অফিসার আব্দুর রাজ্জাক উপস্থিত থাকলেও ছুটির দিন থাকায় অনেক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত দেখা যায়নি। আজকের এই জাতীয় দিবসটি প্রায় ঢিলেঢালাভাবেই একরকম পালিত হয়ে গেল।