ববিতে মাদারীপুর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে রেজাউল ও মেহেদী

Post Thumbnail

মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কমিটি অনুমোদিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রেজাউল মোল্লা (জিয়োলোজি এন্ড মাইনিং), সহ-সভাপতি হিসেবে শাহরিয়ার শান্ত (অর্থনীতি) এবং সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান (আইন) নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি রেজাউল মোল্লা তার বক্তব্যে জানান, ‘এ জেলা এ্যাসোসিয়েশন আমাকে আরেকটি পরিবার দিয়েছে। আমার যেকোনো বিপদে, প্রয়োজনে জেলার ভাইদের পাশে পেয়েছি। এর আগের কমিটির দায়িত্বে থাকা সিনিয়র ভাইয়েরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। তাদের সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে আমি নতুন উদ্যমে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। জেলা এ্যসোসিয়েশন নিয়ে আমাদের নবগঠিত কমিটির অনেক পরিকল্পনা রয়েছে। যেরকমভাবে পূর্বে বড় ভাইয়েরা জেলা এ্যাসোসিয়েশনে নেতৃত্ব দিয়েছেন, আমার চ্যালেঞ্জ থাকবে তাদের পথ অনুসরণ করে জেলা এ্যাসোসিয়েশনকে নতুন এক স্থানে নিয়ে যাওয়া।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তার বক্তব্যে জানান, ‘আঞ্চলিক ভ্রাতৃত রক্ষা এবং মাদারীপুরের ববিয়ানদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই নব গঠিত কমিটির মুল লক্ষ্য। একটি বিশ্ববিদ্যালয়ে জেলা এসোসিয়েশনের যেসকল কার্যক্রম থাকে সেসকল বিষয়ে পরিপূর্ণভাবে নিজের দায়িত্ব পালন করতে আমি নৈতিকভাবে বাধ্য। নবীন ব্যাচকে বরণ করা, রমজানে ইফতার মাহফিল, ট্যুর, চুরুইভাতি ও মিনি ক্রিকেট টুর্নামেন্ট ইত্যাদি সকল দায়িত্ব আমি আমার দিক থেকে সম্পূর্ণ সততার সাথে পালন করব।’