স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষিত হতে হবে : সেঁজুতি এমপি

Post Thumbnail

সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধু পেশাজীবি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদেশ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, সুন্দর ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদেরকে সুশিক্ষিত হতে হবে। ডিজিটাল প্রযুক্ত ব্যবহারে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন সার্থক হবে।

রোববার (১০ মার্চ) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার বঙ্গবন্ধু পেশাজীবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক বনভোজন অনুষ্ঠানে স্কুল কমিটির সভাপতি স ম আক্তারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্কুলটির সাবেক প্রধান শিক্ষক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি এসব কথা বলেন।

এর আগে স্কুল প্রাঙ্গণে পৌঁছাতেই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ফুলের শুভেচ্ছা জানান। পরে একে একে স্কুলটিতে কর্মরত সকল পর্যায়ের শিক্ষক, কর্মচারীবৃন্দ ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচছা জানান।

বঙ্গবন্ধু পেশাজীবী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্কুলটি প্রতিষ্ঠাতা শহীদ স ম আলাউদ্দিন ছোট ভাই স ম আক্তারুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক মো. খায়রুজ্জামান শামিম, নব কুমার ঢালী, তপন কুমার, কৃষ্ণপদ সরকার, তাপস রায়, পূর্ণ্যচন্দ্র সরকার, বিশ্বনাথ সরকার, নরেশ চন্দ্র সরকার, মুকুল কুমার সরকার, রুহুল কুদ্দুস, কাকলী রাণী মন্ডল, উজ্জ্বল কুমার রায়, মোঃ আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।