মুন্সিগঞ্জে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায়

Post Thumbnail

এক মাস সিয়াম সাধনার পর আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। সারাদেশের অন্যান্য স্থানের মত মুন্সিগঞ্জের সিরাজদিখানেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আনন্দমুখর পরিবেশে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

প্রতিটি মহল্লার মসজিদ ছাড়াও স্থানীয় ঈদগাহ ময়দানে ছিল মুসল্লিদের উপচে পড়া ভীড়। সকাল থেকেই বিভিন্ন দিক থেকে আসা সকল বয়সী মানুষের ঈদগাহমূখী স্রোত নামাজের স্থানে মিলিত হতে থাকে। জেলার প্রায় সবগুলো ঈদের জামাত সকাল ৮ টা থেকে সকাল ১০টার মধ্যে অনুষ্ঠিত হয়।

নামাজ শুরুর আগে ইমাম ও স্থানীয় আলেমগণ পবিত্র কুরআন ও হাদিসের আলোকে রমজান ও ঈদের নামাজের তাৎপর্য তুলে ধরেন। এরপর জামাতে নামাজ আদায় শেষে খুৎবা এবং দোয়া দরুদ পাঠ করে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের নামাজের আনুষ্ঠানিকতা। এরপর মুসল্লীদের কোলাকুলি আর শিশুদের কোলাহলে যেন মেলায় পরিণত হয় প্রতিটি ঈদগাহ ময়দান।