তৃষ্ণার্থ ভর্তিচ্ছুর পাশে ববি উপাচার্য

Post Thumbnail

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্মাতক) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রচণ্ড দাবদাহে সেখানে দেখা যায় ব্যতিক্রমী উদ্যোগ।এই কেন্দ্রে চার হাজার লিটার সুপেয় পানি ও দুই হাজার খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়। এমনকি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া নিজে পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন তুলে দেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ প্রশংসা করছেন। এছাড়া পরীক্ষার্থীদের অভিভাবকসহ ভর্তিচ্ছু কাজে সংশ্লিষ্ট সকলের জন্য খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা করেন বরিশাল সিটি কর্পোরেশন।এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও পরীক্ষার্থীদের সহায়তা হেল্প ডেস্ক বসানো হয়। শনিবার (২৭ এপ্রিল) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়কেন্দ্রে এসব চিত্র দেখা গেছে।

কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড দাবদাহের মধ্যে ভর্তি পরীক্ষা দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করতে এসেছি। পরীক্ষা দিতে এসে দেখি খাবারের পানি ও স্যালাইনের ব্যবস্থা করা যেটি সত্যি আমাদের কাছে ভালো লেগেছে।

ঝালকাঠি থেকে এক অভিভাবক জানান, প্রচণ্ড গরমে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। অনেক স্বেচ্ছাসেবী বা জেলা সংগঠনগুলোও আমাদের সহযোগিতা করেছেন। এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বর্তমানে তাপমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাতে পরীক্ষার্থীদের কষ্ট হয় আমরা বুঝি। বরিশালের মেয়র মহোদয়ের আন্তরিক চেষ্টায় তাদের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। তৃষ্ণার্ত পরীক্ষার্থীরা যদি একটু স্বস্তি পায়, তাতেই আমাদের ভালোলাগা কাজ করবে।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা নিতে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করে আজ বিজ্ঞান শাখায় অর্থাৎ ‘ক’ শাখায় বরিশাল কেন্দ্রে ৫ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরীক্ষার হল পরিদর্শন করেন।