ধর্ম-জাতপাতের ঊর্ধ্বে এসে মানুষের কল্যাণের আহ্বান

ঝড়ু পাল স্মরণে চাঁপাইনবাবগঞ্জে বার্ষিক শিশু চিত্র প্রদর্শনী

প্রধান অতিথি সদ্য একুশে পদপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক

Post Thumbnail

রঙের ভাষা আর্ট এন্ড ডিজাইন স্কুল কর্তৃক আয়োজিত চাঁপাইনবাবগঞ্জের কিংবদন্তি শিল্পী রতিকান্ত পাল (ঝড়ু) স্মরণে বার্ষিক শিশু চিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে।

শনিবার (১৮ মে) বিকাল ৪টায় জেলা স্কাউট ভবনে প্রথম ধাপে চিত্রাংকন প্রতিযোগিতা ও পরে সাধারণ পাঠাগারে শিশু চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সদ্য একুশে পদপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক ধর্ম-জাতপাতের ঊর্ধ্বে এসে মানুষের কল্যাণ করতে আহ্বান জানান।

ঝড়ু পালের ছেলে শিল্পী গোপাল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার ডক্টর ফারুকুর রহমান ফয়সল। তন্বী বিশ্বাসের কন্ঠে জাতীয় সংগীত ও জগন্নাথ সাহার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

কবি শিক্ষক আশরাফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্পী আশরাফুল আম্বিয়া সাগর, ঝড়ু পালের বংশধর মৃণাল কান্তি পাল, কবি আনিফ রুবেদ, জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা ভবসুন্দর পাল, সমাজসেবী প্রণব কুমার পাল, অধ্যক্ষ আজগার আলী, পাঠাগার সম্পাদক আশিক আহমেদ ফারুক, সমাজসেবী ইসরাইল সেন্টু। এছাড়া অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার পরিমল কুন্ডুসহ আরও অনেকে।

রঙের ভাষা আর্ট স্কুলের পরিচালক জগন্নাথ সাহা জানান, প্রদর্শনীতে ১০০ শিশু শিল্পীর ১৫৮টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। আজ (রবিবার) প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।