ঘূর্ণিঝড় রেমাল

নিম্ন চাপের প্রভাবে শার্শায় মুষলধারে বৃষ্টি, ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ

Post Thumbnail

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপ ও ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে যশোরের শার্শায় গত দুইদিনে বিভিন্ন এলাকার বসতবাড়ি ও গাছপালা লণ্ডভণ্ড হয়েছে। সেই সাথে চলছে মুষলধারে বৃষ্টি। গত দুইদিন সূর্যের দেখা মেলেনি।

২৬শে মে রবিবার রাতে ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি, ঘর, গাছপালা ও আবাদী ফসলের ক্ষেত।

শার্শা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় রেমেলের আঘাতে অনেক জায়গায় ঘরের ছাউনি উড়ে গেছে ও গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ের প্রভাবে অধিকাংশ এলাকা বিদ‍্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।

ঝড়ের সাথে দুইদিন ধরে মুষলধারে বৃষ্টিও হচ্ছে বিরতিহীনভাবে। টানা বর্ষণে তলিয়ে গেছে এলাকার ছোট খাটো পুকুর ওখানাখন্দ। বিরতিহীন বৃষ্টির ফলে খেটে খাওয়া সাধারণ মানুষের আয় রোজগারে পড়েছে ভাটা। চিন্তিত হয়ে পড়েছেন দিনমজুর-শ্রমিক।

টানা বর্ষণে থানা সদর, বড় বড় বাজারসহ গ্রামগঞ্জের হাট বাজারগুলোতে ক্রেতা শূন্য ফাঁকা অবস্থা বিরাজ করছে। শার্শা উপজেলা, বেনাপোল, নাভারন, বাগআচড়া বাজারের শপিং মল, মার্কেট, বিপণনকেন্দ্রগুলোতে মালিক, মহাজন, কর্মচারীরা অলস সময় পার করছেন। এমনকি ব‍্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন অনেকে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখার সময় পযর্ন্ত নিম্ন চাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া অব‍্যাহত ছিল।