পত্নীতলায় কবি নজরুলের জন্মবার্ষিকী পালিত

Post Thumbnail

নওগাঁর পত্নীতলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১লা জুন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে নওগাঁ জেলার পত্নীতলার নজিপুর ইউনিটে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী সারা বাংলাদেশ পালন হচ্ছে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, বক্তৃতা নজরুলের গান, নৃত্য ইত্যাদি পরিবেশিত হয়।

অনুষ্ঠানের বক্তারা বলেন, নজরুল আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তাঁকে আবার আমাদের মাঝে আনতে হবে ও স্মরণ করতে হবে। কারণ নজরুল আমাদের জাতীয় কবি। তাঁর কবিতায় এখনও আমাদের শিহরণ জাগে। যেমন–চল চল চল, ঊর্ধ গগনে বাজে মাদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলম হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মোঃ রায়হান আলী বিশ্বাস। আরও উপস্থিত ছিলেনইউনিটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সাধারণ মানুষ।

পরিশেষে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।