ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ৩ কিশোরকে বেনাপোল থেকে উদ্ধার

Post Thumbnail

ভারতে পাচারের জন্য আনা তিন কিশোরকে বেনাপোলের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোররা হলো– চাঁদপুর জেলার কচুয়া থানার পুনসাই আশরাফপুরের আয়ুব খাঁর ছেলে সবুজ (১৫), একই এলাকার আয়ুব আলীর ছেলে জহির (১৭) ও একই থানার জুনাসর মুন্সী বাড়ি গ্রামের সালাউদ্দিন এর ছেলে আবু বক্কর সিদ্দিক অন্তর (১৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৩ জন কিশোরকে বাংলাদেশ হতে ভারতে পাচার করা হবে বলে বেনাপোলে আবাসিক হোটেল ‘মৌ’তে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল ’মৌ‘তে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরো জানায়, এ পাচারের সাথে সম্পৃক্ত মাদারীপুর জেলার রাজৈর থানার সত্য মালোর ছেলে বাবু (৪০)। তিনি দীর্ঘদিন যাবত বেনাপোল পোর্ট থানা এলাকায় ভাড়া থাকে এবং এমএম পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ জানান, উদ্ধারকৃতদের বাড়িতে ফোন দিয়ে বিষয়টি জানান হয়েছে। তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।