শিবগঞ্জে বিজয় মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ

Post Thumbnail

জগন্নাথ সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার বিজয় মিছিল করার সময় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের দুই সমর্থকের বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতীকের সমর্থকরা।

রোববার রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর রাতে কান্তিনগর এলাকায় নৌকার বিজয় মিছিল করার সময় জেলা মহিলা লীগের সহ-সভাপতি নুরজাহান বেগম ও মোবারকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাড়িতে হামলা, ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।

নুরজাহান বেগম বলেন, আমার বাড়ির সামনে এসে আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে নৌকার সমর্থকরা। এ সময় আমার ও নজরুল ইসলামের বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায় তারা। এমনকি আমার বিরুদ্ধে মামলা করে গ্রেফতার করারও ভয় দেখায়।

এদিকে নৌকার সমর্থক মোবারকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চুটু আলী জানান, কোন হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর হয়নি। বরং নুরজাহানই মিছিলের লোকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।