বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতের আমেজ

Post Thumbnail

মুনতাসির রাহী, ববি প্রতিনিধি : 

ঘন কুয়াশার চাদরে আবৃত
মৃদু হিমেল হাওয়া বহিয়া,
শীত এসেছে শিশির নিভৃতে
জানান দিচ্ছে কহিয়া।

কীর্তনখোলার হাওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শীতের আমেজটা যেন সব থেকে আলাদা। শীত আসলেই ববির সবুজ ঘাসে শিশির জমা হয়। ভোরের রোদে মুক্তার মতো জ্বলজ্বল করে শিশির কণা। প্রতিদিন সকালের রোদে নতুনভাবে সেজে ওঠে ক্যাম্পাস। আবাসিক হলগুলোর সামনে এবং প্রশাসনিক ভবনের সামনের লাগানো ফুলগাছগুলো ফুলে ফুলে ভরে এক অপরূপ দৃশ্য তৈরি করে। চত্বরগুলো কুয়াশার আড়ালে উঁকি দেয়। সকালের কুয়াশায় পুরো এলাকা ঢাকা পড়ে যায়। ক্যাম্পাসের বড় বড় গাছগুলো দেখে মনে হয় যেন শীত তার চাদর দিয়ে ঢেকে রেখেছে। কুয়াশায় ও হালকা রোদে বিশ্ববিদ্যালয়ের একরঙা ভবনগুলো মনমুগ্ধকর দৃশ্য তৈরি করে।

এছাড়াও ক্যাম্পাসের আশেপাশে, ভোলা রোডে সন্ধ্যায় বসে পিঠাপুলির দোকান যেখানে চিতই পিঠা, ভাপা পিঠা-পুলিসহ আরও হরেকরকম পিঠা বিক্রি হয়। পিঠা খেতে ছাত্র-ছাত্রীরা ভীড় করে, আড্ডা দেয়। চায়ের দোকানগুলোতে জমে শীতের আড্ডা যা অসাধারণ এক অনুভূতির সৃষ্টি করে।

শীত আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় অন্যরকম এক উৎসবে মেতে ওঠে।