ঠাকুরগাঁওয়ে মেডিকেল ছাত্র শাফিনের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

Post Thumbnail

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহনাফ শাফিন তার জন্মদিনে নিজ বৃত্তির অর্থে ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন। শুক্রবার জেলা উদীচী কার্যালয়ে ঠাকুরগাঁও এসএসসি ’৮৯ ব্যাচ-এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। শাফিন ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়া মহল্লার ডা. শাহীনুল ইসলাম ও আশরিন আক্তার স্বপ্নার ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীর বাবা-মায়ের বন্ধু ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর সুদাম সরকার, সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. বাবলুর রহমান, চিটাগাং গ্রুপের চেয়ারম্যান কাজী আহসান হাবীব আলমগীর, অধ্যক্ষ জয়নাল আবেদীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, কবি গোলাম সারোয়ার সম্রাট, সাংবাদিক আনিসুর রহমান মিঠু, গোলাম ফারুক, কৃষি উদ্যোক্তা আল মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা রমজান আলী, সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম, শিক্ষক ফারজানা লুসি, শাহনাজ বেগম ডলি, নূর ই আলম শাহ, জয়ন্তী দেবনাথ, এনজিও কর্মকর্তা রাকিবা ইয়াসমিন, তাহাজ্জেদ হোসেন নবেলসহ অন্যান্যরা।

শাফিন জানান, রংপুর মেডিকেলে বাবার চাকরির জন্য রংপুরে থাকতে হয়। গত ২৯ ডিসেম্বর তাদের সাথে ঠাকুরগাঁও এলে এখানে প্রচণ্ড শীতের কারণে অনেক অসহায় শীতার্ত মানুষ চোখে পড়ে। ইতোপূর্বে তার জন্মদিন বেশ ধুম-ধাম করে পালন করা হতো। কিন্তু এবার এলাকার শীতার্ত মানুষের কথা ভেবে জন্মদিনের আনুষ্ঠানিকতা পরিহার করে শীতার্তদের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।