অবরোধ সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

Post Thumbnail

সরকারের পদত্যাগের একদফা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি ডাকা আগামীকালের ২৪ ঘণ্টার অবরোধ সফলে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

অষ্টম ধাপের অবরোধ ও বৃহস্পতিবারের হরতাল সফলে আজ মঙ্গলবার সন্ধ্যায় বনানী-কাকলী মোড় মেইনরোডে মশাল মিছিল করেন তারা। এতে নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। 

মশাল মিছিলে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, মো. সুরুজ মন্ডল, মেহেরাব আহমেদ, মাহবুব মাহি, আলী হাওলাদার। যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মো. সালাউদ্দীন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মশিউর রহমান মামুন, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, এমএম মারুফুল ইসলাম, রাকিবুল হাসান পলাশ (অয়ন), মৃধা মো. মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মো. মিনহাজুল আবেদীন নান্নু, কবির হোসেন ফকির, ফজলুল হক নিরব, আব্দুল্লাহ আল মামুন কাওসার, শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর কমেট, মো. গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম পিংকন, তানভীর আল হাদী, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক মামুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদ জি এম ফখরুল হাসান, অর্থ সম্পাদক রিয়াজ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজুল হাসান বাপ্পী, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তানভীর আহমেদ তানু, সহ-আপ্যায়ন সম্পাদক ফকির ইব্রাহীম, কেন্দ্রীয় সদস্য কাজী আজহার হোসেনসহ কেন্দ্রীয় এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।

এদিকে সাড়ে সাতটার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় মশাল মিছিল করেছে ছাত্রদল-যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা। খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্টের সামনের সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা জসিম শিকদার রানা। মিছিল থেকে সরকারের পদত্যাগ এবং অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।