ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ ক্রিকেট সাতক্ষীরা ভেন্যুর উদ্বোধন

Post Thumbnail

ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর সাতক্ষীরা ভেন্যুর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় কুষ্টিয়া জেলা ১৩৮ রানে জয়ী হয়।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর উদ্বোধনী খেলায় অনুর্ধ-১৬ কুষ্টিয়া জেলা দল বনাম বাগেরহাট জেলা দল পরস্পর মোকাবেলা করে।

খেলায় কুষ্টিয়া জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান করে। দলের সানজিদ সর্বোচ্চ ৭৩ রান করে। জবাবে বাগেরহাট জেলা ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬১ রান করে। দলের তাইম সর্বোচ্চ ৪৪ রান করে। ফলে কুষ্টিয়া জেলা ১৩৮ রানে জয় লাভ করে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রিকেট উপ-কমিটি চেয়ারম্যান শেখ মঈনুল ইসলাম মঈন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, লুৎফর রহমান সৈকত, ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফারহা দীবা খান সাথী, বিসিবি কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, অংশগ্রহণকারী দলগুলোর কোচ ম্যানেজার, খেলোয়াড়, আম্পায়ার ও ক্রীড়া মোদী দর্শকবৃন্দ।

আগামীকাল একই মাঠে বাগেরহাট জেলা বনাম মেহেরপুর জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।