সিরাজদিখানে কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

Post Thumbnail

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন ইছাপুরা ইউনিয়নের অন্তর্ভুক্ত চন্দনধূল গ্রামের দ্বীন ইসলাম হাওলাদারের জ্যেষ্ঠ পুত্র মোঃ জাকারিয়া (১৭) বুধবার (১৬ জানুয়ারি) রাতের কোন এক সময় ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করে। আজ বৃহস্পতিবার সকালে তার মা তাকে ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে পেয়ে চিৎকার করে বিলাপ করতে থাকেন। পরে প্রতিবেশীরা এসে তাকে ইছাপুরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে মৃত বলে ঘোষণা দেন। সে সিরাজদিখানের ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বিক্রমপুর কে বি ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

সর্বদা হাসিখুশিতে মেতে থাকা বন্ধু বৎসল টগবগে এই কিশোরের মৃত্যুতে এলাকাবাসী, সহপাঠী, শিক্ষক ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, একমাস আগেও সে আরও একবার কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালায়। মূলত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় রেজাল্টের পর থেকেই সে প্রচণ্ড হতাশায় ভুগছিল। তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।