সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতির কম্বল বিতরণ

Post Thumbnail

কয়েকদিনের টানা শৈত্য প্রবাহের ফলে কনকনে শীতে কাঁপছে সারাদেশ। এই তীব্র শীতের রাতে একদিকে যেমন সমাজের স্বচ্ছলরা কাঁথা কিংবা কম্বল গায়ে জড়িয়ে সুখ নিদ্রায়, অন্যদিকে শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে এই সমাজেরই নিম্ন আয়ের অস্বচ্ছল, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠী। এ যেন একই মুদ্রার দুই পিঠ। ঠিক তখনই আরামের ঘুম ত্যাগ করে শীত বস্ত্রের অভাবে কষ্টে থাকা মানুষদের খুঁজে খুঁজে তাদের গায়ে শীত বস্ত্র তুলে দিচ্ছেন সাধারণ মানুষের জন্যে নীরবে, নিভৃতে কাজ করে যাওয়া, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার একজন মহান ব্যক্তি।

গতকাল, শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার কোলা ইউনিয়নের কোলা, চৌধূরী রোড এলাকা, বাসাইলের ইমামগঞ্জ ও নিমতলা, রশুনিয়ার সামিরা রেষ্টুরেন্ট এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে এই দৃশ্য দেখা যায়। রোজকার খবরের প্রতিবেদকের ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। এই দানবীর আর কেউ নন, তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ শামীম শিকদার।

তিনি তার ব্যক্তিগত উদ্যোগে শীতের তীব্রতাকে উপেক্ষা করে নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার প্রায় ৫ শতাধিক কম্বল শীতার্ত মাঝে বিতরণ করেন। তরুণ এই সমাজ সেবক বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের মুন্সীগঞ্জ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নীরবে, লোকচক্ষুর আড়ালে অসহায় মানুষের জন্যে কাজ করে যাওয়া এই মানুষটি রোজকার খবরের এই প্রতিবেদককে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন, ‘শীতের রাতে কেউ যেন শীতবস্ত্রের অভাবে কষ্ট না করে, সে জন্য আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের মতো সমাজের বিত্তবানরা অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে হয়তো কোনো মানুষকে শীতবস্ত্রের অভাবে কষ্ট করতে হতো না।’

তিনি এই তীব্র শীতে অসহায়, দরিদ্রদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।