বিচারককে জুতা নিক্ষেপ করলেন আসামি

Post Thumbnail

চট্টগ্রামের একটি আদালতের কাঠগড়া থেকে বিচারককে জুতা নিক্ষেপ করেছে এক আসামি। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 

বিষয়টি নিশ্চিত করে ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন দেশ রুপান্তরকে জানান, দুপুর ১২টার দিকে একটি মামলার শুনানির জন্য এজলাসে বসেন বিচারক মোহাম্মদ জহিরুল কবীর। 

এ সময় আসামির গারদে (কাঠগড়া) উপস্থিত থাকা আসামি মনির খান বিচারকের উদ্দেশ্যে পর পর দুটি জুতা নিক্ষেপ করেন। জুতা বিচারকের গায়ে পড়েছে বলেও জানান পিপি মিজবাহ। 

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান বিচারক। এ সময় আদালতে পিপি মেজবাহ উদ্দিনসহ একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

এদিকে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নগরের কোতায়ালি থানায় একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন পিপি মেজবাহ উদ্দিন। 

আদালত সূত্র জানা যায়, বিচারককে জুতা নিক্ষেপকারী আসামির নাম মো. মনির খান ওরফে মাইকেল (৩২)। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর থানার গোকর্ন গ্রামের গোলাপ খাঁ’র ছেলে।  

২০২১ সালের ২২ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন করে দুটি ভিডিও লাইভ শেয়ার করেন নাসির। ওই ভিডিওতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বাংলাদেশ পুলিশসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটুক্তি করার পাশাপাশি তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। 

পরে এ ঘটনায় তাকে আটক করে তার বিরুদ্ধে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নাসির নগর থানার এসআই তপু সাহা। তদন্ত  শেষে ২০২১ সালের ২০ জুন মনির খান ওরফে মাইকেলকে অভিযুক্ত করে সাইবার ট্রাইব্যুনালে চার্জশিট জমা দেন নাসির নগর থানার ওসি (তদন্ত) আ স ম অতিকুর রহমান। 

এদিকে এ ঘটনায় চরম ক্ষুব্ধ হন রাষ্ট্রপক্ষের ওই মামলা পরিচালনাকারী পিপি মেজবাহ উদ্দিন। তিনি ঘটনা সংঘটিত হওয়ার পর পর মামলা পরিচালনার দায় থেকে অব্যাহতি চেয়ে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবীরের কাছে তাৎক্ষণিক ক্ষমা প্রার্থনা করেন