শীত উপেক্ষা করে ত্রিভুজ ফাউন্ডেশনের মেলায় দর্শনার্থীদের ভীড়

Post Thumbnail

ত্রিভুজ উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে চারদিন ব্যাপী শীতকালীন পিঠা উৎসব ও উদ্যোক্তা পণ্য মেলার তৃতীয় দিনে তীব্র শীত উপেক্ষা করেও অসংখ্য মানুষের সমাগম হতে দেখা গেছে। সোমবার তীব্র শীতে সন্ধ্যার পর রাজধানীর রাস্তায় মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। এমনকি বিভিন্ন এলাকার দোকানপাট এবং মার্কেটগুলোও তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে দেখা গেছে। তবে লালমাটিয়া জাকির হোসেন সমাজ কল্যাণ মাঠে আয়োজিত মেলায় গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে দেখা যায় ক্রেতা-দর্শনার্থীরা এসে বিভিন্ন রকম জুয়েলারি, কসমেটিকস, শীতবস্ত্র, থ্রি পিস, শাড়ি, পর্দা, বিছানার চাদর, খেলনাসামগ্রী, হোমমেড খাবারসহ বিভিন্নরকম পণ্য সংগ্রহ করছেন। মেলায় মাটির তৈরি গহনা, অর্গানিক খাবার ও বিভিন্নরকম পিঠা, আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাকসহ বিভিন্ন বৈচিত্র্যময় পণ্যের দিকে ক্রেতাদের ছিল বাড়তি আকর্ষণ।

শীতকালীন পিঠা উৎসব ও উদ্যোক্তা পণ্য মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রোজকার খবর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উদ্যোক্ত পণ্য মেলা।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় বিভিন্নরকম উদ্যোক্তাগণের মোট ৩৫টি স্টল বসেছে। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নৌকা, নাগরদোলাসহ বিভিন্নরকম রাইডের ব্যবস্থা। এসব রাইডে শিশু থেকে শুরু করে সববয়সীদের চরতে দেখা গেছে।