ফের ‘মাসুদ রানা’ আসছে রূপালি পর্দায়

Post Thumbnail

নন্দিত লেখক কাজী আনোয়ার হোসেনের তিন শতাধিক গল্পে নায়ক মাসুদ রানা। ছাপার অক্ষরে দেশের সফলতম গোয়েন্দা চরিত্র এটি। গল্পের এই কালজয়ী চরিত্র সিনেমার পর্দায়ও এসেছে।

গেলো বছর মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’ ছিল মাসুদ রানা সিরিজেরই প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত।

যদিও ছবিটি কাঙ্ক্ষিত সাড়া পায়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া হাল ছাড়ছে না। ফের মাসুদ রানার গল্প নিয়ে আসছে রূপালি পর্দায়। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন জাজ-এর কর্ণধার আব্দুল আজিজ।

তিনি জানান, এবার মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ গল্পটি নিয়ে ছবি বানাবেন তারা। আগামী ২৮ জানুয়ারি ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা অর্থাৎ মহরত সারবেন। আজিজ বলেন, ‘ছবির নাম রাখা হয়েছে ‘চিতা’। নির্মাতা ও নায়ক-নায়িকার নাম আপাতত গোপন থাক। মহরতে জানানো হবে। তবে এটুকু বলতে পারি, কাস্টিংয়ে অনেক বড় চমক থাকবে।’

আজিজ জানালেন, বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে হবে ‘চিতা’র চিত্রায়ন। আগামী মার্চেই শুরু হবে শুটিং। নির্মাণ শেষে বিশ্বব্যাপী ৩০টির বেশি দেশে ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, ‘অপারেশন চিতা’ বইটি প্রকাশ হয়েছিল ১৯৯১ সালে। মাসুদ রানা সিরিজের অন্যসব বইয়ের মতো এটিও প্রকাশ করেছিল সেবা প্রকাশনী।

প্রসঙ্গত, ‘মাসুদ রানা’ সিরিজ নিয়ে প্রথম সিনেমা নির্মিত হয় ১৯৭৪ সালে। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সোহেল রানা। এরপর গত চার দশকে আর পর্দায় পাওয়া যায়নি চরিত্রটিকে। শেষমেশ জাজ মাল্টিমিডিয়া উদ্যোগ নেয়, মাসুদ রানা সিরিজের কয়েকটি গল্প সিনেমায় তুলে আনবে। যার একটি ‘এমআর-৯’; মুক্তি পায় গত বছরের ২৫ আগস্ট। আসিফ আকবরের পরিচালনায় ছবিটিতে মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়াও ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্ক গ্রিলো, কেলি গ্রেসন, ভারতের সাক্ষী প্রধান, বাংলাদেশের জেসিয়া ইসলাম প্রমুখ।