জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Post Thumbnail

ডেমক্রেসি ওয়াচের উদ্যোগে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকারের সহযোগী হিসেবে প্রান্তিক জনগণের উন্নয়নের জন্য এনজিও’র সহযোগিতা দরকার, বিশেষ করে যুবদের অন্তর্ভুক্ত করে সমাজ পরিবর্তনের কাজে।

তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে এ প্রকল্পে সকল সহযোগিতা থাকবে। যুবদের সামনের দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে ডেমক্রেসি ওয়াচের আস্থা প্রকল্প যে উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকারের সাথে সমন্বয় করে যুবনীতি ২০১৭ বাস্তবায়ন করার ক্ষেত্রে যে প্রত্যয় ব্যক্ত করেছে তা অবশ্যই যুবদের মেধা বিকাশ এবং সাবলম্বী হওয়ার ক্ষেত্রে অবদান রাখবে।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মান্নান বলেন, আমরা যুবদের বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করি।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের তরুণদের ফোরামের সাথে আন্তঃসম্পর্ক গড়ে তুললেই তাদের অধিকার বাস্তবায়ন আরো সহজতর হবে।

ডেমক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক জনাব সানজিদা লিপি সভায় স্বাগত বক্তব্য রাখেন। তিনি সংস্থার পরিচিতি এবং আস্থা প্রকল্প যে যুবদের সংগঠিত করে কাজ করবে সে বিষয়ে এবং যুবদের নিজের অধিকার ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সকল এনজিও ও প্রশাসনের সহযোগিতা নিয়ে এই প্রকল্পের বাস্তবায়ন করতে হবে। সময় হয়েছে যুবদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার।

আস্থা প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম বাস্তবায়নের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ক্লাস্টার কো-অর্ডিনেটর এসএএম মহিউদ্দিন মঈন। জেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিডি যুব উন্নয়ন অধিদপ্তর, ডিডি সমাজসেবা, ডিডি মহিলা বিষয়ক অধিদপ্তর, অ্যাডভোকেট, প্যানেল মেয়র-৩, অধ্যক্ষ, প্রভাষক, সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আহমেদ মাহাবুব -উল- ইসলাম বলেন, বঙ্গবন্ধুর দেশে সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করে দেশের কাজে আত্মনিয়োগ করতে সাহায্য করবে এই প্রকল্প। যুবনীতি বাস্তবায়ন সময়ের দাবি।

সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় ডেমক্রেসিওয়াচ, রূপান্তর, স্বাবলম্বী উন্নয়ন সংস্থা, আশিকা, তৃণমূল উন্নয়ন সংস্থা, গ্রাম উন্নয়ন সংস্থা বাংলাদেশের সাত বিভাগের ১৮টি জেলায় ১৪৭টি উপজেলায় আস্থা প্রকল্প বাস্তবায়ন করছে।