হানিফ ওয়াহিদের দম ফাটানো রম্য রোমান্টিক উপন্যাস ‘তিতলির সাথে গন্ধম বনে’

Post Thumbnail

অমর একুশে বইমেলা ২০২৪-এ উপলক্ষে প্রকাশিত হয়েছে জনপ্রিয় রম্য লেখক হানিফ ওয়াহিদের দম ফাটানো রম্য রোমান্টিক উপন্যাস, ‘তিতলির সাথে গন্ধম বনে’।

বইটি প্রকাশ করেছে আবির প্রকাশন। প্রচ্ছদ করেছেন খ্যাতিমান প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। মলাট মূল্য ধরা হয়েছে ২৬০ টাকা।

‘তিতলির সাথে গন্ধম বনে’ বইটি প্রেম, ভালোবাসা, হাসি, কান্না, প্রতিশোধের গল্প। যারা মজার মজার কথা বলে ভালোবাসার মানুষকে মুগ্ধ করতে চান, বইটি তাদের জন্য। এই বই পড়ে আপনি যেমন দম ফাটিয়ে হাসবেন, আবার তেমনি একই সাথে কাঁদবেনও।

কাহিনী সংক্ষেপ : রিয়াদ এসে বসতে না বসতেই লিজা আহ্লাদী গলায় বলল, জানু, আমার খুবই মাথা ধরেছে, কী করা যায় বলো তো?

এই বদ মেয়েটার  হাত থেকে নিস্তার খুঁজছিল রিয়াদ। সে উঠে গিয়ে একটা ক্রিমি নাশক ‘আলবেন’ ট্যাবলেট কিনে নিয়ে এসে লিজাকে নিজ হাতে খাইয়ে দিল।

দশ মিনিট চুপচাপ বসে থেকে লিজা লাফিয়ে উঠে বলল, আরে বাহ! একদম মাথা ব্যাথা সেরে গেছে। তোমার ঔষধে তো ভালো কাজ দিয়েছে!