র‌্যাবের পৃথক অভিযানে ৬ আসামি গ্রেফতার

Post Thumbnail

গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১০ এর ৫টি ভিন্ন ভিন্ন অভিযানে মোট ছয় জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান ১ :
গত ২৩ জানুয়ারি দুপুরে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পাচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় একটি যৌথ অভিযানে রাজধানী ঢাকার কদমতলী থানার মামলা নং-৭৬(০১)২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ); মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত ২ বছর যাবৎ পলাতক আসামি ওসমান গনি (৪৫), পিতা-আব্দুল জব্বার, সাং-গোলদিঘীর উত্তর পাড়, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলার পর হতে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান ২ :

গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান চালিয়ে মাগুরা থানার মামলা নং-৩৪, তারিখ : ১৩/০৯/২০০৯, জিআর নং-৪৭৩/০৯, ধারা-১৯ (১) টেবিল ৩(ক)/১৯(৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০; মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি মোঃ জীবন মিয়া (৩৫), পিতা-মৃত ইদু মিয়া, সাং-নবাব কাটরা, থানা-বংশাল, ঢাকাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উল্লেখিত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান ৩ :

গত ২৪ জানুয়ারি সকালে র‌্যাব-১০ এর অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মুগদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওসমান গনি (২০), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-তেলিপাড়া, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড় বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ২০০টি, ৫০০ টাকা সমমূল্যের ১২টি, ২০০ টাকা সমমূল্যের ১০টি এবং ২০ টাকা সমমূল্যের ১০০টি সর্বমোট ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা সমমূল্যের জাল নোট, ১৮টি মানিব্যাগ ও নগদ-২০,০০০/- (বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

এদিকে গতকাল, র‌্যাব-১০ এর একই দল বিকালে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩,০১,০০০/- (তিন লক্ষ এক হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোফাজ্জল হোসেন অপু (২৩), পিতা-আমীর হোসেন, সাং-গাজীপুরা, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১০০০ টাকা সমমূল্যের ২৯৬টি এবং ৫০০ টাকা সমমূল্যের ১০টি সর্বমোট ৩,০১,০০০/- (তিন লক্ষ এক হাজার) টাকা সমমূল্যের জাল নোট ও নগদ-৯,০০০/- (নয় হাজার) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে গরুর হাটসহ বিভিন্ন বাজার এবং জনসাধারণের নিকট সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান ৪ :
গত ২৪ জানুয়ারি বিকালে র‌্যাব-১০ এর আরও একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি অভিযান চালিয়ে পটুয়াখালী জেলার দশমিনা থানার মামলা নং-০২/০২, তারিখ-১৬/০১/২০২৪ খ্রি.; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১); ধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি ধর্ষক মোঃ রাকিব মোল্লা (২৪), পিতা-শহিদুল মোল্লা, সাং-পূর্ব আলীপুরা, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান ৫ :

গত ২৪ জানুয়ারি রাতে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিলেট জেলার জালালাবাদ থানার মামলা নং-১০(০৩)২১, ধারা-৩৯৫/৩৯৭ দণ্ডবিধি ১৮৬০; বিশ্বনাথ থানার মামলা নং-০২(১০)১৭, ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ এবং বালাগঞ্জ থানার মামলা নং-০১(০১)১৮, দায়রা-৫৫৭/২০৫, জিআর-৪৯/১৪, ধারা-৩৯৫/৩৯৭ দণ্ডবিধি ১৮৬০; ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি সুফি মিয়া (৩৯), পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-নওধার পূর্বপাড়া, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেটকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উপরোক্ত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপন করে দীর্ঘদিন যাবৎ রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।