ইছাপুরা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Post Thumbnail

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়, ঐতিহ্যবাহী ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সকাল ৮টায় পতাকা উত্তোলন এবং প্রাত্যাহিক সমাবেশের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে দিনব্যাপী। মুন্সিগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর তার উদ্বোধন ঘোষণার মাধ্যমে শুরু হয় ছাত্রছাত্রীদের বহুল আকাঙ্খিত ক্রীড়া অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের পুরো ক্রীড়াযজ্ঞ পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আনিস শাহরিয়ার। তাকে সহযোগিতা করেন আরো কয়েকজন শিক্ষক।

ছাত্রছাত্রীরা বিভিন্ন শাখায় কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন শেষে শুরু হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহম্মেদ।

স্বাগত বক্তব্য রাখেন ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়া, মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ মহিউদ্দিন আহম্মেদ বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। বিক্রমপুরের মধ্যে অন্যতম সম্ভাবনার অঞ্চল এই সিরাজদিখান। সবার মাঝে সম্প্রীতির ভাব গড়ে তুলে এ অঞ্চলকে আরও সমৃদ্ধিশালী করতে হবে।

পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন মিঞা।