র্যাব-১০ এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, গত দুইদিন রাজধানীর মৎস আড়তসহ যাত্রাবাড়ি, চকবাজার ও কামরাঙ্গীর চরে অভিযান চালানো হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী মৎস আড়তে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
গত ২৭ জানুয়ারি ভোর ৬:৩০টা থেকে হতে সকাল ১০:৩০টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা বিএম মোস্তফা জামালের উপস্থিতিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী মৎস আড়তে একটি ভ্রাম্যমাণ আদালতে মাছের আড়তে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে আয়েশা এন্টারপ্রাইজ নামক একটি মাছ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নির্দেশে প্রায় ২,১৫,০০০/- (দুই লক্ষ পনেরো হাজার) টাকা মূল্যের ৪৩৫ (চারশত পঁয়ত্রিশ) কেজি জাটকা ইলিশ জব্দ করে বিনামূল্যে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় দান করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠানটি জাটকা ইলিশ সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযানে চাঞ্চল্যকর খোকন মীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাসেল হানি সিংকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ২৭ জানুয়ারি বিকাল ৪:২০টায় র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযানে যাত্রাবাড়ী থানার চাঞ্চল্যকর খোকন মীর হত্যা মামলার (মামলা নং-৬০(০১)২১, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি) ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক অন্যতম প্রধান আসামি মোঃ রাসেল হানি সিং (২০), পিতা-মোখলেছ, সাং-কুতুবখালী বড় মাদ্রাসা সংলগ্ন, থানা-যাত্রাবাড়ী, জেলা-ঢাকাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উল্লিখিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে ঢাকার কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাজধানীর চকবাজার এলাকা থেকে ২২ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি জাফরকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর অপর একটি দল।
র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৭ জানুয়ারি রাত ৭:১০ টায় র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার চকবাজার এলাকায় একটি অভিযান চালিয়ে ভোলা জেলার সদর থানা স্পেশাল ট্রাই-১৬৬/২০১২, কোতয়ালী থানার মামলা নং-১৬(৭)১২, ধারা : ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) এবং ১৯ (এফ) ধারা; মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ জাফর (৪০), পিতা-শফিক আহম্মদ প্রঃ শুক্কুর আলী, সাং-ছোট আলগী, থানা-ভোলা সদর, জেলা-ভোলাকে গ্রেফতার করে।
অনুসন্ধানে জানা যায়, আসামি মোঃ জাফর ভোলার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি ও অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। ২০১২ সালে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার হয়ে জেলে যান। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে গিয়ে নাম ঠিকানা পরিবর্তন করে ডিএমপি ঢাকার চকবাজার থানার শাহী মসজিদ এলাকায় বসবাস করে আসছিলেন। মামলার পরবর্তী কার্যক্রমে তার অনুপস্থিতিতে বিচার শেষে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় ২০১৭ সালে ১৫ বছর ও ৭ বছর করে মোট ২২(বাইশ) বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়।
দণ্ডিত এই দুর্ধর্ষ সন্ত্রাসী দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ২৮ জানুয়ারি দুপুর ১:১০টায় র্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র্যাব-৮ এর সহযোগিতায় রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন খোলামুড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায় চাঞ্চল্যকর জাহাঙ্গীর পঞ্চায়েত হত্যা মামলার পলাতক অন্যতম প্রধান আসামি সাগরকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে গ্রেফতার করেছে।
মামলার বিবরণে জানা যায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন বাদুরা এলাকায় বসবাসকারী মোঃ জাহাঙ্গীর পঞ্চায়েত-এর সাথে জমি-জমা নিয়ে একই এলাকায় বসবাসকারী সাগরসহ কয়েক জনের সাথে বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ৩ জানুয়ারি আনুমানিক বিকাল ৪:৩০টায় সাগর ও তার অন্যান্য সহযোগীরা মিলে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জাহাঙ্গীর পঞ্চায়েত-এর উপর অতর্কিত আক্রমণ করে। এসময় সাগর ও তার অন্যান্য সহযোগীরা তাদের কাছে থাকা চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠি-সোটা দিয়ে জাহাঙ্গীর পঞ্চায়েতকে এলোপাথাড়িভাবে বেধরক মারধর করতে থাকে। মারধরের একপর্যায় ভিকটিম জাহাঙ্গীরের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে সাগর ও তার অন্যান্য সহযোগীরা জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জাহাঙ্গীরের অবস্থায় গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতল বরিশালে রেফার করেন। পরবর্তীতে গত ০৪/০১/২০২৪ তারিখে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর হাসপাতালেই মারা যান।
পরে জাহাঙ্গীরের স্ত্রী বুলু বেগম (৫০) বাদী হয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় সাগর হাওলাদার (২০)সহ ৭ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারায় একটি হত্যা মামলা (মামলা নং-৬/৬, তারিখ-০৩/০১/২০২৪) দায়ের করলে সাগরসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি উক্ত হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যাত্রী চাপ সামলাতে রোববার (১৯ অক্টোবর) থেকে বাড়ানো হয়েছে রাজধানীর মেট্রোরেল চলাচলের সময়সূচি। প্রতিদিন সকালে চালু এবং রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, এখন থেকে সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেন ছাড়ছে, যা আগে ছাড়ত সকাল ৭টায়। অপরদিকে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। শুক্রবারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে— আগে বিকেল ৩টায় ট্রেন চলাচল শুরু হলেও এখন থেকে আড়াইটায় চালু হবে মেট্রোরেল।
রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। বর্ধিত সময়ে চলাচল করায় খুশি যাত্রীরা। অনেকে জানিয়েছেন, সকালে যাত্রী তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়ে যায়। নতুন সূচি কার্যকর হওয়ায় যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন তারা।
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন চার লাখের বেশি যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। যাত্রীরা সময় বৃদ্ধির পাশাপাশি ট্রিপ সংখ্যা বাড়ানোরও দাবি জানিয়েছেন। তাদের মতে, ট্রেন চলাচলের সময় বাড়ায় দৈনন্দিন যাতায়াত আরও সহজ হয়ে উঠবে।
এদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ট্রিপ সংখ্যা বাড়ানোর জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।
নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে “টাইফয়েড (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন–২০২৫” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার নিতপুর কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই টিকা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে প্রতিবছর টাইফয়েডে বহু শিশুর মৃত্যু ঘটে। এই টিকার বাজারমূল্য তুলনামূলকভাবে বেশি হওয়ায় নিম্নআয়ের পরিবারের পক্ষে তা কেনা কঠিন। তাই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল শিশুকে বিনামূল্যে এই টিকা প্রদান করছে।” তিনি সকল অভিভাবকের প্রতি আহ্বান জানান, “আপনারা যেন সন্তানদের এই টিকা দিতে ভুল না করেন এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাজির আহটা্মইদ ও মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন পেশার মানুষ, স্থানীয় সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে অংশ নেন।
আলোচনা পর্ব শেষে ইউএনও উপস্থিত সবাইকে ভুল ধারণা ও গুজব থেকে বিরত থেকে টিকাদানে উৎসাহিত করার আহ্বান জানান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।