ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ৫শ পিস ইয়াবা ,৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদসহ আমিনুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।
গ্রেফতারকৃত মোঃ আমিনুল ইসলাম (৩৮) সদর উপজেলার লাউথুতি গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে।
বুধবার দুপুরে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার লাউথুতি বাজার এলাকায় ওই ব্যক্তির বাড়িতে তল্লাসী চালায় এবং ৫শ পিস ইয়াবা, ৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে হাতে-নাতে আটক করে।
এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)১০(ক)১৪(খ) ও ২৪(ক ) ধারায় ভূল্লী থানায় একটি মামলা দায়ের করেন।
ভূল্লী থানার ওসি মোঃ দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভূল্লী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকৃতি শীতের আগমনি বার্তা জানাতে শুরু করেছে। গ্রাম অঞ্চলে সন্ধ্যা হলেই শীত অনুভূত হতে থাকে এবং সকালে ঘন কুয়াশা ও শিশির দেখা দেয়। শীত শুরু হলেই গ্রামীণ জনপদের মাঠ, ময়দান, রাস্তাঘাটে গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন।
গাছিরা খেজুর গাছকে সুন্দরভাবে পরিষ্কার করে গাছের বুক চিরে রস বের করেন। এই সুস্বাদু রসের চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক। শীত যত বাড়ে, খেজুর রসের চাহিদা ততই বৃদ্ধি পায়। বহু বছর ধরে গ্রামবাংলায় খেজুর রস দিয়ে নানা ধরনের পিঠা ও পায়েস তৈরি হয়।
রবিবার (৮ ডিসেম্বর) সকালে পোরশা সুতর ইল মোড়ে গিয়ে দেখা যায়, গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আগুনে জাল দিয়ে পাটালি ও লালির গুড় তৈরি করছেন। শীত মৌসুমের এই সময়ে গাছিদের যেন দম ফেলার সময় নেই।
পোরশা অঞ্চলে খেজুর রসের ব্যাপক চাহিদা রয়েছে। এখানে এক কেজি রস বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায় এবং খেজুরের লালি ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খেজুর রস সংগ্রহের জন্য গাছিরা খেজুর গাছের বুক চিরে সাদা অংশ বের করেন। একটি বাঁশের জীবা তৈরি করে গাছে লাগিয়ে মাটির কলসি বেঁধে সকাল ও সন্ধ্যায় রস সংগ্রহ করেন।
এদিকে, বর্তমানে খেজুর রস থেকে নিপা ভাইরাস ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে, যা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে, এ বিষয়ে ডাক্তার মোহাম্মদ জুবায়ের হোসেন বলেছেন, ‘৭০-৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেজুর রস ফুটিয়ে খেলে নিপা ভাইরাস ছড়ানোর আশঙ্কা অনেকাংশে কমে যায়।’ তিনি সবাইকে খেজুর রস ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন।
গাছিরা জানান, বর্তমানে অনেকক্ষেত্রে অপ্রয়োজনেও খেজুর গাছ কেটে ফেলছেন। এতে একসময় খেজুর গাছের ঐতিহ্য হারিয়ে যাবে। তাই আমাদের বেশি বেশি খেজুর গাছ রোপণ করতে হবে, যাতে আমরা এই ঐতিহ্য ধরে রাখতে পারি।
ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সি পাড়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে শর্ট সার্কিটের ফলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং এটি পার্শ্ববর্তী নুর ইসলাম, মান্নান, মহির উদ্দিন এবং শিমুলের ঘরে পৌঁছায়।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজাম্মেল হক ও তার দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৪টি পরিবারের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। আগুন পুরোপুরি নিভানোর পর বিস্তারিত জানানো হবে।’
এদিকে, ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের প্রায় ১০ থেকে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর, ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।