গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা বিভাগীয় অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে কয়েকটি শাখায় সাংস্কৃতিক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের ফলাফল গত সোমবার (১৩ মে) ঘোষণা করা হয়। রাজধানী ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল কলেজের প্রতিযোগীদের অংশ নেয়া রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত, জারি গান (দলীয়), উচ্চাঙ্গ নৃত্য, লোক নৃত্য, উপস্থিত বক্তৃতা, ইংরেজি রচনা ও ইংরেজি বক্তৃতা, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আলোচ্য প্রতিযোগিতায় ইংরেজি রচনা ও ইংরেজি বক্তৃতায় মুন্সীগঞ্জ সদরের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী নাবিলা সারা বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
উল্লেখ্য, সে ইতোপূর্বে সাংস্কৃতিক বিনিময়ের আওতায় ‘কাকেশাহী’ বৃত্তি অর্জন করে জাপানে গিয়েছিল। বর্তমানে সে লেখাপড়ার পাশাপাশি ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ল্যাংগুয়েজ ক্লাবের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে দেশের ইংরেজি শিক্ষায় বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করে মানসম্মত ইংরেজি শিক্ষা নিশ্চিত করার জন্যে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
বিভাগীয় পর্যায়ে জয়ী হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করায় নাবিলাকে ফোনে অভিনন্দন জানানো হলে তিনি এই প্রতিবেদকের মাধ্যমে রোজকার খবরকে ধন্যবাদ জানিয়ে জাতীয় এই দৈনিক অনলাইন পত্রিকাটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নাবিলার বাবা, মোহাম্মদ নাসির উদ্দিন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ঐতিহ্যবাহী ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা একজন গৃহিনী। আগামীতে জাতীয় পর্যায়ে যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্যে সে সবার কাছে দোয়া চেয়েছে।
নওগাঁর পোরশায় মহিলা বিষয়ক ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল ও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ১৯ জন ভিক্ষুকের মাঝে দুটি করে ছাগল, এক প্যাকেট মাল্টিভিটামিন ঔষধ, এক ডোজ ভ্যাকসিন এবং দুটি করে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। ছাগলগুলো সুস্থ-সবল থাকবে, এমন উদ্দেশ্যে ঔষধ ও চিকিৎসা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফ আদনান, যিনি বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। তিনি বলেন, আপনাদের এই ছাগলগুলো পালন করে যেন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং ভবিষ্যতে আপনাদের আর ভিক্ষা করতে না হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম শাহসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থান থেকে মাদকদ্রব্যসহ ৩ ব্যবসায়ীকে আটক করে বিজিবি। সোমবার (৩ ডিসেম্বর) ৫০ বিজিবির অধীনস্ত বুজরুক বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় উল্লিখিত ৩ জনকে মাদকদ্রব্য ও ২টি মোটরসাইকেলসহ আটক করে বলে জানা যায়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই দিন দুপুরে বুজরুক বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬২ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৭০ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন- হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারের আমানুল্লাহর ছেলে মো: হোসেন আলী (৪২), একই উপজেলার বীরগর গ্রামের মো: সাইফুদ্দিনের ছেলে মো: এনামুল (৪০) ও একই উপজেলার পাহাড়গাঁও গ্রামের মো: জেনারুলের ছেলে মো. মনসুর আলী (৩৫)। পরবর্তীতে আটককৃতদের মাদকদ্রব্য ও মটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।