দীর্ঘ দিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল কোদালকাটি ইউনিয়নের কাদের মেম্বার পাড়া গ্রামের আলিম উদ্দিনের। স্থানীয়ভাবে শালিশী বৈঠক হলেও কোন সমাধান হয়নি। আজ শনিবার রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি নিজে উপস্থিত থেকে দু’পক্ষের কথা শুনে মিমাংসা করে দেন। বাড়িতে কাছেই ইউনিয়ন পরিষদে পুলিশের এই সেবা পেয়ে ভীষণ খুশি আলিম উদ্দিন (৬০)।
সাজাই সরকারপাড়া গ্রামের মৃত নছের আলীর কন্যা নাজমা খাতুন (৪০) পারিবারিক কহল নিয়ে স্বামীর সংসার করছিলেন। প্রতিনিয়ত ঝগড়া হতো স্বামীর সাথে মাঝেমধ্যে মারপিটও করত স্বামী। গ্রামের মাতাব্বরা কয়েকবার মিমাংসা করে দিলেও সংসার শান্তি ফিরে আসেনি। আজ ওসির কাছে বিষয়টি তুলে ধরলে নাজমা খাতুনের স্বামীকে ডেকে দুই জনের কাছে ঘটনা শুনে মিমাংসা করে দেন ওসি।
‘রাজীবপুরের চরে চরে থানা এখন ঘরে ঘরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন পুলিশি সেবা চালু করেছে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান।
উপজেলার দুর্গম প্রান্তিক এলাকার অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সেবা সহজ ও নিশ্চিত করণের লক্ষ্যে রাজীবপুর থানা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
উপজেলার নদী বিচ্ছিন্ন কোদালকাটি ইউনিয়নে স্বাধীনতার মাস উপলক্ষে প্রতি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি অফিস করবেন। সেবা প্রদানের লক্ষে কোদালকাটি ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষও বরাদ্দ নেয়া হয়েছে।
এই এলাকার জনসাধারণ এখন থেকে ইউনিয়ন পরিষদে গিয়ে মামলা জিডিসহ প্রয়োজনীয় পুলিশি সেবা পাবেন। রাজীবপুর থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির ছক্কু বলেন, একটি চমৎকার জনবান্ধন উদ্যোগ নিয়েছেন রাজীবপুর থানার ওসি। একটি জিডি করতে উপজেলা শহরে যেতে বালুচর, নদীসহ দুর্গম পথ পাড়ি দিতে হয় সাধারণ মানুষের। ইউনিয়ন পরিষদে যদি এই সেবা পাওয়া যায় তাহলে জনগণ খুব উপকৃত হবে। তাদের পরিষদের একটি রুম বরাদ্দ নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
কোদালকাটি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের শিক্ষক আমিনুর রহমান মাষ্টার এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে তার পরিচিতি রয়েছে। নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন তিনি। পুলিশের নতুন ধরনের সেবা দেওয়ার বিষয়ে কথা হয় তার সাথে। তিনি বলেন, গ্রামের জমি, পারিবারিক কহলসহ নানা সমস্যা বিদ্যমান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক সময় বিষয়গুলো সুরাহস করতে পারে না তাই থানার আশ্রয় নিতে হয়। এখন থানা যদি প্রতি সপ্তাহে একদিন আমাদের ইউনিয়নে আসে তাহলে জনসাধারণের সেবা প্রাপ্তি সহজ হবে। এছাড়াও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাজীবপুর উপজেলার রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়নের গণকমিটির সদস্য সচিব শিপন মাহমুদ বলেন, রাজীবপুর থানা পুলিশের এই উদ্যোগ প্রসংশনীয়। এতে করে দুর্গম এলাকাটির নাগরিকরা সহজে পুলিশের সেবা পাবেন এবং সেখানকার অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে।
এ বিষয়ে জানতে চাইলে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে এবং জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করে কাজ করছে এবং করবে। আমাদের সেবা প্রাপ্তি সহজকরণের লক্ষ্যে নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজীবপুর উপজেলাটি দুর্গম এবং এর ইউনিয়নগুলো নদী বিচ্ছিন্ন। অনেক সময় খুব সামান্য কারণেই মানুষ মামলা দায়ের করতে থানায় আসে। আমরা সেই ছোট্ট সমস্যাগুলো মামলা না নিয়ে সমাধান করতে চাই। এজন্য ‘রাজীবপুরের চরে চরে থানা এখন ঘরে ঘরে’ নামের নতুন এই সেবা চালু করেছি। প্রতি শনিবার সকাল সন্ধ্যা ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আমি এবং আমার থানার কর্মকর্তারা জনগণকে আইনি সহায়তা দেব।
রাজধানীর ধানমণ্ডির বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের একটি স্বর্ণের দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩১)। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।
ডিবি সূত্রে জানা যায়, ধানমণ্ডি মডেল থানাধীন ‘ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্স’ শোরুমে গত ৩ জানুয়ারি বেলা ১টার দিকে চুরির ঘটনা ঘটে। চোরচক্র অভিনব পদ্ধতিতে শো-রুমের তালা ও সাটার কেটে মাত্র আট মিনিটের মধ্যে ১৫৯ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। দোকানের মালিক কাজী আকাশ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়।
মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জানুয়ারি থেকে ডিবি পুলিশ ধারাবাহিক অভিযান চালায়। কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে প্রথমে মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবীদ্বার থেকে সফিক ওরফে সোহেল এবং মুরাদনগর থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৮ ভরি ১৪ আনা আসল স্বর্ণ এবং ২১ ভরি ১০ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। ডিবি সূত্রে আরও জানা যায়, চুরির ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার ও অবশিষ্ট স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, এই চক্র অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিকল্পনা করে চুরি সংঘটিত করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দ্রুত গ্রেপ্তার করে জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে।
চড়া দামের কারণে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত অনেক মানুষ পুরো এক কেজি মাংস কিনতে পারছে না। এমন ক্রেতাদের সুবিধার্থে এবার ২৫০ গ্রাম গরুর মাংসও বিক্রি হবে নওগাঁর পোরশায়। সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যের দোকানে গরুর মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ই ডিসেম্বর) সকাল আটটার দিকে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের নির্দেশে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ইউ এন ও আরিফ আদনান বলেন, জেলা প্রশাসকের দিকনির্দেশনায় ন্যায্য মূল্যের মাংসের দোকান চালু করা হয়েছে । এই দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে ক্রেতাগণ কিনতে পারবেন এবং গরিব জনগণ ২৫০ গ্রাম থেকে গরুর মাংস কিনতে পারবেন বলে জানান ইউ এন ওআরিফ আদনান।