খেলা, দেশ

খেলা, দেশ

সাতক্ষীরা খেলাধুলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ

সাতক্ষীরা জেলা শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জনপদ। এ জেলায় জন্ম হয়েছে বহু জ্ঞানী-গুণী ও মনিষীর। তৎকালীন উপমহাদেশের রাজধানী কোলকাতার নিকটতম জনপদ হিসেবে এসব ক্ষেত্রে সমৃদ্ধি অনেক আগে থেকেই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সকল ডিসিপ্লেনেই এ জেলার খেলোয়াড় ও সংগঠকদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে দীপ্ত পদচারণা। যা ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে। আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি, মাতৃভূমি সাতক্ষীরা জেলার যে সকল ক্রীড়াবিদ ও সংগঠক বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব তথা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছেন বা করছেন তাঁদের নিয়ে এ এসোসিয়েশন গঠন (২০১৬ খ্রি.) করা হয়েছে। জেলার আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠকদের মধ্যে বন্ধুত্ব-ভ্রাতৃত্ব, সহযোগিতা-সহমর্মিতা, তরুণ-নবীন সহযোগিতা করা সর্বোপরি ঐক্যবদ্ধভাবে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের লক্ষ্য হতে পারে। সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক এ্যাসোসিয়েশনের অভিষেক সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব মন্তব্য করেন।

শনিবার (১৩ এপ্রিল) রাতে সাতক্ষীরা শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক এ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক ফিফা রেফারি জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর-০২ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু।

প্রধান অতিথি এমপি আশু তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা থেকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রাক্তন ও বর্তমান মিলে বিভিন্ন খেলাধুলায় মোট ৯০ জন কৃতি খেলোয়াড় প্রতিনিধিত্ব করছে বা করেছেন। তার মধ্যে ফিফা রেফারি হিসাবে ৩ জন, অ্যাটলেটিকস ১ জন, বাংলাদেশ ক্রিকেটে প্রাক্তন ও বর্তমান ১০ জন, ফুটবলে মহিলা ও পুরুষ ২৫ জন, সেপাক টাকরো ১২ জন, খো খো ১২ জন, ভলিবল ৭ জন, শুটিং ২ জন, কেরাম ২ জন, তাইকোয়ান্দ ১ জন, কুস্তি ১ জন, বক্সিন ১ জন, ফ্রডবল ১ জন, অ্যাটলেটিক্সের দ্রুততম মানবী ১ জন, হ্যান্ডবল ১ জন, টেবিল টেনিস ২ জন, কাবাডি ৪ জন। এর মধ্যে দেশ ছাড়াও বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু বা তৈয়ব বাবু, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ রবিউল ইসলাম শিবলু, ড্যাসিং হিরো সৌম্য সরকার, দ্যা ফিজ খ্যাত মোস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী,আশিকুর রহমান, জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা দলের অধিনায়ক আফিদা খন্দকার, জাতীয় মহিলা খো কো দলের অধিনায়ক সারাবান তহুরা, জাতীয় পুরুষ খো কো দলের অধিনায়ক ও কোচ আব্দুর রহমান রানা প্রমুখ।

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট ফরিদ খান চৌধুরী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমাদুল হক খান, সাবেক টেস্ট ক্রিকেটার শেখ রবিউল ইসলাম শিবলু।

২০১৬ খ্রি.-এ গঠিত আন্তর্জাতিক ক্রীড়াবিদ-সংগঠক এসোসিয়েশনটিতে ইতোমধ্যে ৪ জন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং প্রায় ৯০ জন আন্তর্জাতিক ক্রীড়াবিদ-সংগঠক’কে এসোসিয়েশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসোসিয়েশন গঠনের মাধ্যমে আগামীতে জেলার সকল আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠকদের সহৃদয় ও সক্রিয় অংশগ্রহণে সুন্দর ও গঠনমূলক লক্ষ্য- উদ্দেশ্য নিয়ে অনেক দূর এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা বলে মনে করেন সংগঠনটির কর্মকর্তাবৃন্দ।

আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন শেখ বশির আহমেদ মামুন (জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক), উপদেষ্টা হিসেবে আছেন, শেখ নিজাম উদ্দীন (আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বকারী ক্রীড়া সংগঠক), শামীম আল মামুন (জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ), কার্যনির্বাহী কমিটি সভাপতি হয়েছেন সাবেক ফিফা রেফারী জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমাদুল হক খান। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেটিক্স ফরিদ খান চৌধুরী, জাতীয় ক্রিকেটার সৌম্য সরকার, জাতীয় খো খো অধিনায়ক ও কোচ আব্দুর রহমান রানা, সহ-সাধারণ সম্পাদক সাবেক জাতীয় ক্রিকেটার শেখ রবিউল ইসলাম শিবলু, যুগ্ম সম্পাদক জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, জাতীয় এ্যাথলেটিক্স শিরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক জাতীয় ফুটবলার আলমগীর কবির রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দা আতকিয়া হাসান দিশা (শুটিং), অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান সোহাগ (সেফাট টাকরো), তথ্য যোগাযোগ ও প্রচার মো. ফরহাদুজ্জামান বাবু (ফুটবল), দপ্তর সম্পাদক ইমরান হোসেন (সেফাট টাকরো), নির্বাহী সদস্য, জাতীয় ক্রিকেটার মো. মোস্তাফিজুর রহমান, সুজিত কুমার ব্যানার্জী (রেফারী ফুটবল), শেখ ইসমাইল হোসেন সজীব (ভলিবল), ফারজানা বানু শিল্পী (ক্যারাম) শেখ ইকবাল আলম (রেফারী ফুটবল),আরেফিন সিদ্দিকী (হ্যান্ডবল), সারাবান তহুরা (খো খো), সুমাইয়া ইমরোজ (তায়কোয়ান্দ), হাসিবুর রহমান (খো খো), আফরা খন্দকার প্রাপ্তি (বক্সার), জাতীয় ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, জাতীয় মহিলা ফুটবলার মসুরা পারভীন।

বিষয়:
পরবর্তী খবর

৫০ ভরি স্বর্ণ উদ্ধার

সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

রাজধানীর ধানমণ্ডির বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের একটি স্বর্ণের দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩১)। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

ডিবি সূত্রে জানা যায়, ধানমণ্ডি মডেল থানাধীন ‘ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্স’ শোরুমে গত ৩ জানুয়ারি বেলা ১টার দিকে চুরির ঘটনা ঘটে। চোরচক্র অভিনব পদ্ধতিতে শো-রুমের তালা ও সাটার কেটে মাত্র আট মিনিটের মধ্যে ১৫৯ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। দোকানের মালিক কাজী আকাশ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়।

মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জানুয়ারি থেকে ডিবি পুলিশ ধারাবাহিক অভিযান চালায়। কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে প্রথমে মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবীদ্বার থেকে সফিক ওরফে সোহেল এবং মুরাদনগর থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৮ ভরি ১৪ আনা আসল স্বর্ণ এবং ২১ ভরি ১০ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। ডিবি সূত্রে আরও জানা যায়, চুরির ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার ও অবশিষ্ট স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, এই চক্র অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিকল্পনা করে চুরি সংঘটিত করে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দ্রুত গ্রেপ্তার করে জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে।

বিষয়:
পরবর্তী খবর

পোরশায় ন্যায্যমূল্যে গরুর মাংস, কেনা যাবে ২৫০ গ্রাম

চড়া দামের কারণে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত অনেক মানুষ পুরো এক কেজি মাংস কিনতে পারছে না। এমন ক্রেতাদের সুবিধার্থে এবার ২৫০ গ্রাম গরুর মাংসও বিক্রি হবে নওগাঁর পোরশায়। সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যের দোকানে গরুর মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ই ডিসেম্বর) সকাল আটটার দিকে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের নির্দেশে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইউ এন ও আরিফ আদনান বলেন, জেলা প্রশাসকের দিকনির্দেশনায় ন্যায্য মূল্যের মাংসের দোকান চালু করা হয়েছে । এই দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে ক্রেতাগণ কিনতে পারবেন এবং গরিব জনগণ ২৫০ গ্রাম থেকে গরুর মাংস কিনতে পারবেন বলে জানান ইউ এন ওআরিফ আদনান।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত