দেশ, নির্বাচন

দেশ, নির্বাচন

সিরাজদিখান উপজেলায় ভোটযুদ্ধে ২০ প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার তিন পদে ২০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গত সোমবার দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে লটারির মাধ্যমে প্রাপ্ত প্রতীক তুলে দেন।

এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। এঁদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আওলাদ হোসেন মৃধা আনারস প্রতীকে, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মইনুল হাসান নাহিদ মোটরসাইকেল প্রতীকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক কাপ-পিরিচ প্রতীকে, আব্দুল্লাহ আল জাদিদ ইরান দোয়াত-কলম প্রতীকে ও আইনজীবি সমরেশ নাথ ঘোড়া প্রতীকে নির্বাচনি যুদ্ধে মাঠে নেমেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রর্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম মিয়া চশমা প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল পালকি প্রতীক, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন মাইক প্রতীক, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শেখ মনির হোসেন মিলন গ্যাস সিলিন্ডার প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সদস্য এ এস এম শাহাদাত হোসেন উড়োজাহাজ প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসেন বৈদ্যুতিক বাল্ব প্রতীক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি শামীম শিকদার টিউবওয়েল প্রতীক, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত শেখ রাসেল টিয়া পাখি প্রতীক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাবেদ ওমর আলী তালা প্রতীক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মুন্সি বই প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এবারের সিরাজদিখান উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মোট পাঁচ জন প্রার্থী। এদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন ফুটবল প্রতীকে, মিসেস আয়েশা আক্তার সেলাই মেশিন প্রতীকে, ফারহানা আক্তার লিজা কলস প্রতীকে, আঁখি শাহীন হাঁস প্রতীকে ও লুৎফুন নাহার খুকুমণি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই উপজেলার বিভিন্ন স্থানে প্রার্থীর সমর্থকরা মিছিল করেন। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আল-আমিন রোজকার খবরকে জানান, সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ৫৮ হাজার ৬৪৬ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা ৯৬টি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চলতি মাসের ২৯ তারিখ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে।

বিষয়:
পরবর্তী খবর

পোরশায় ১৯ জন ভিক্ষুকের মাঝে ছাগল ও ঔষধ বিতরণ

নওগাঁর পোরশায় মহিলা বিষয়ক ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল ও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ১৯ জন ভিক্ষুকের মাঝে দুটি করে ছাগল, এক প্যাকেট মাল্টিভিটামিন ঔষধ, এক ডোজ ভ্যাকসিন এবং দুটি করে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। ছাগলগুলো সুস্থ-সবল থাকবে, এমন উদ্দেশ্যে ঔষধ ও চিকিৎসা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফ আদনান, যিনি বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। তিনি বলেন, আপনাদের এই ছাগলগুলো পালন করে যেন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং ভবিষ্যতে আপনাদের আর ভিক্ষা করতে না হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম শাহসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী।

বিষয়:
পরবর্তী খবর

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ৩

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থান থেকে মাদকদ্রব্যসহ ৩ ব্যবসায়ীকে আটক করে বিজিবি। সোমবার (৩ ডিসেম্বর) ৫০ বিজিবির অধীনস্ত বুজরুক বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় উল্লিখিত ৩ জনকে মাদকদ্রব্য ও ২টি মোটরসাইকেলসহ আটক করে বলে জানা যায়।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই দিন দুপুরে বুজরুক বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬২ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ৭০ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন- হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারের আমানুল্লাহর ছেলে মো: হোসেন আলী (৪২), একই উপজেলার বীরগর গ্রামের মো: সাইফুদ্দিনের ছেলে মো: এনামুল (৪০) ও একই উপজেলার পাহাড়গাঁও গ্রামের মো: জেনারুলের ছেলে মো. মনসুর আলী (৩৫)। পরবর্তীতে আটককৃতদের মাদকদ্রব্য ও মটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

 

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত