দেশ, নির্বাচন

দেশ, নির্বাচন

সিরাজদিখান উপজেলায় ভোটযুদ্ধে ২০ প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার তিন পদে ২০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গত সোমবার দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে লটারির মাধ্যমে প্রাপ্ত প্রতীক তুলে দেন।

এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। এঁদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আওলাদ হোসেন মৃধা আনারস প্রতীকে, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মইনুল হাসান নাহিদ মোটরসাইকেল প্রতীকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক কাপ-পিরিচ প্রতীকে, আব্দুল্লাহ আল জাদিদ ইরান দোয়াত-কলম প্রতীকে ও আইনজীবি সমরেশ নাথ ঘোড়া প্রতীকে নির্বাচনি যুদ্ধে মাঠে নেমেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রর্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম মিয়া চশমা প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল পালকি প্রতীক, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন মাইক প্রতীক, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শেখ মনির হোসেন মিলন গ্যাস সিলিন্ডার প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সদস্য এ এস এম শাহাদাত হোসেন উড়োজাহাজ প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসেন বৈদ্যুতিক বাল্ব প্রতীক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি শামীম শিকদার টিউবওয়েল প্রতীক, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত শেখ রাসেল টিয়া পাখি প্রতীক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাবেদ ওমর আলী তালা প্রতীক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মুন্সি বই প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এবারের সিরাজদিখান উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মোট পাঁচ জন প্রার্থী। এদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন ফুটবল প্রতীকে, মিসেস আয়েশা আক্তার সেলাই মেশিন প্রতীকে, ফারহানা আক্তার লিজা কলস প্রতীকে, আঁখি শাহীন হাঁস প্রতীকে ও লুৎফুন নাহার খুকুমণি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই উপজেলার বিভিন্ন স্থানে প্রার্থীর সমর্থকরা মিছিল করেন। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আল-আমিন রোজকার খবরকে জানান, সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ৫৮ হাজার ৬৪৬ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা ৯৬টি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চলতি মাসের ২৯ তারিখ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে।

শেয়ার
বিষয়:
পরবর্তী খবর

মেট্রোরেলের সময়সূচি বাড়ল

যাত্রী চাপ সামলাতে রোববার (১৯ অক্টোবর) থেকে বাড়ানো হয়েছে রাজধানীর মেট্রোরেল চলাচলের সময়সূচি। প্রতিদিন সকালে চালু এবং রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, এখন থেকে সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেন ছাড়ছে, যা আগে ছাড়ত সকাল ৭টায়। অপরদিকে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। শুক্রবারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে— আগে বিকেল ৩টায় ট্রেন চলাচল শুরু হলেও এখন থেকে আড়াইটায় চালু হবে মেট্রোরেল।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। বর্ধিত সময়ে চলাচল করায় খুশি যাত্রীরা। অনেকে জানিয়েছেন, সকালে যাত্রী তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়ে যায়। নতুন সূচি কার্যকর হওয়ায় যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন তারা।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন চার লাখের বেশি যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। যাত্রীরা সময় বৃদ্ধির পাশাপাশি ট্রিপ সংখ্যা বাড়ানোরও দাবি জানিয়েছেন। তাদের মতে, ট্রেন চলাচলের সময় বাড়ায় দৈনন্দিন যাতায়াত আরও সহজ হয়ে উঠবে।

এদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ট্রিপ সংখ্যা বাড়ানোর জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।

শেয়ার
পরবর্তী খবর

পোরশায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে “টাইফয়েড (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন–২০২৫” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার নিতপুর কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই টিকা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে প্রতিবছর টাইফয়েডে বহু শিশুর মৃত্যু ঘটে। এই টিকার বাজারমূল্য তুলনামূলকভাবে বেশি হওয়ায় নিম্নআয়ের পরিবারের পক্ষে তা কেনা কঠিন। তাই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল শিশুকে বিনামূল্যে এই টিকা প্রদান করছে।” তিনি সকল অভিভাবকের প্রতি আহ্বান জানান, “আপনারা যেন সন্তানদের এই টিকা দিতে ভুল না করেন এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাজির আহটা্মইদ ও মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন পেশার মানুষ, স্থানীয় সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে অংশ নেন।

আলোচনা পর্ব শেষে ইউএনও উপস্থিত সবাইকে ভুল ধারণা ও গুজব থেকে বিরত থেকে টিকাদানে উৎসাহিত করার আহ্বান জানান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

 

শেয়ার
সর্বশেষ সর্বাধিক পঠিত