শিক্ষা

শিক্ষা

‘Green Earth Quest’ কুইজ প্রতিযোগিতায় ইছাপুরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য

রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের হলরুম। এক একটি বিজয়ী টিমের নাম ঘোষিত হচ্ছে আর করতালির সাথে সাথে উল্লাসে ফেটে পড়ছে টিমের সদস্যরা। এমনি এক টিমের নাম ‘Irresistible’.

বলছিলাম মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী দলের বিজয়গাঁথার কথা।

সম্প্রতি বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘Green Earth Quest’ নামক একটি প্রজেক্টের আওতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সারাদেশব্যাপী জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়ে গত ২৮শে জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় District Round-এর কুইজ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সিরাজদিখানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী- সোহানা তাসনীম শীন, আব্দুল আহাদ ও রাতুল ইসলামের ‘Team Irresistible’ অংশ নিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করে। পুরষ্কার হিসেবে তাদেরকে নগদ অর্থ এবং সনদ দেয়া হয়।

তাদের এই সাফল্যে দলের প্রত্যেক সদস্যের পাশাপাশি তাদের অভিভাবক, স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।

উল্লেখ্য, অংশগ্রহণকারী দলের নেতা সোহানা তাসনীম শীন গত ডিসেম্বরে জাপান দূতাবাসের কালাচারাল সেন্টারে জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত জাপানী শিল্প ও সংস্কৃতির ওপর আঁকা চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে পুরষ্কৃত হয়।

আর এসবের মূলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের অবদান অতুলনীয়। উপজেলা পর্যায়ের একটি স্কুল আজ বিদ্যানুরাগী ও সংস্কৃতিমনা এই শিক্ষাগুরুর হাতের ছোঁয়ায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়েছে জেলার সীমানা ছাড়িয়ে সারাদেশে।

বিষয়:
পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে খুলছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়

ঈদুল আযহার ছুটি শেষে রবিবার খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বশেমুরমেবি)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রবিবার থেকে যথারীতি একাডেমিক এবং দাপ্তরিক সব কাজ চলমান থাকবে।

এরই মাঝে দীর্ঘ যানজট উপেক্ষা করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১২ জুন থেকে ২২ জুন মোট ১০ দিন ঈদুল আযহার ছুটি পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনের বিজ্ঞান মেলা

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনের বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দররুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আজিজ, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ অনান্যরা।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর জানান, শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি বাড়াতেই এ বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের ৩৬টি গ্রুপ তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত