শিক্ষা

শিক্ষা

প্রশংসায় ভাসছেন ববির রুটিন উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়া

গত ৫ নভেম্বর ২০২৩ সালে বিদায় নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। তাঁর দায়িত্বকালে গত ৪ বছরে বিশ্ববিদ্যালয়ের তেমন কোন উন্নতি চোখে পড়েনি। তাঁর যাওয়ার পর উপাচার্য রুটিন দায়িত্ব পান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। তাঁর আগমনের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের একের পর এক উন্নয়ন দৃশ্যমান হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জেনারেটরটি বেশ কয়েকদিন যাবৎ নষ্ট হয়ে পড়েছিল। এই প্রসঙ্গ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে গ্রুপে পোস্ট করার ৩০ মিনিটের মধ্যেই তিনি সমস্যাটি সমাধান করে দেন। এ নিয়ে পোস্টটির কমেন্টে শিক্ষার্থীরা অনেক প্রশংসা করেছেন।

শিক্ষার্থীরা কমেন্টে বলেছেন, স্যার খুবই ভালো একজন মানুষ। এমন একজনকেই দরকার আমাদের বিশ্ববিদ্যালয়ে। রুটিন দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করছেন। পূর্ণাঙ্গ উপাচার্যের দায়িত্ব পেলে আরো ভালো কিছু করবেন বলে আশা রাখেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছোটখাটো উন্নয়ন চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছেন শিক্ষার্থীরা। ধারা অব্যাহত থাকার কথাও ব্যক্ত করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ভেতরকার রাস্তাগুলিতে তেমন কোন লাইটের ব্যবস্থা ছিল না। অন্ধকারে শিক্ষার্থীরা চলাচলের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। তিনি এসেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লাইটের ব্যবস্থা করেন। তাঁর কারণে ক্যাম্পাস এখন সম্পূর্ণ আলোকিত। ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন জায়গায় ঝোপঝাড় ছিল, যেখানে প্রায়শই বিষধর সাপ দেখা যেত। সেখান থেকে সাপ হলের ভেতরেও প্রবেশ করত মাঝেমধ্যে। তিনি এইসব ঝোপঝাড় সব পরিষ্কার করার ব্যবস্থা করেন। তাছাড়াও হলগুলোর সামনে বসার জায়গা ও আলোকসজ্জা করেছেন। হলগুলোর সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্জ্য নিঃসরণের ব্যবস্থা করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ফুল গাছ লাগিয়েছেন যা ক্যাম্পাসের সৌন্দর্য্যকে বৃদ্ধি করছে। তিনি শিক্ষার্থীদের আরো আশ্বাস দিয়েছেন, ক্যাম্পাসে একটি মিনি স্টেডিয়াম করে দিবেন। তাঁর অবদানের জন্য পরিবহন পুলে যুক্ত হয়েছে আরো একটি নতুন বাস ‘জয়ন্তী’। এছাড়া তিনি চলতি বছরেই বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করার কথা বলেছেন।

উপাচার্য (রুটিন দায়িত্ব) বলছেন, শিক্ষার্থীদের যেন হয়রানি না হয় সেজন্য যে কোন সমস্যায় তাঁর কার্যালয়ে যেতে। তিনি যতদিন এই দায়িত্বে থাকবেন শেষ পর্যন্ত তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবেন। তিনি মনে করেন শিক্ষার্থীরাই প্রাণ। এখানে অযথা সময় নষ্ট না করে শিক্ষার্থীদের এই সাধারণ দাবিগুলো বাস্তবায়ন করে তাদেরকে পড়াশোনায় ফিরিয়ে নিয়ে আসাটাই তাঁর মূল কাজ। সেই লক্ষ্যে তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানান।

একটি রাষ্ট্র পরিচালনার জন্য মন্ত্রী পরিষদের সদস্যগণ সরকারের সাথে সরাসরি যেভাবে যোগাযোগ করতে পারেন তেমনিভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা সরাসরি তাঁর নিকট তাদের চাওয়া-পাওয়ার দাবি উত্থাপন করতে পারবেন। এখন যেন রুটিন ভিসির কার্যালয় শিক্ষার্থীদের আস্থার বাতিঘর।

বিষয়:
পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে খুলছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়

ঈদুল আযহার ছুটি শেষে রবিবার খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বশেমুরমেবি)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রবিবার থেকে যথারীতি একাডেমিক এবং দাপ্তরিক সব কাজ চলমান থাকবে।

এরই মাঝে দীর্ঘ যানজট উপেক্ষা করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১২ জুন থেকে ২২ জুন মোট ১০ দিন ঈদুল আযহার ছুটি পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনের বিজ্ঞান মেলা

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনের বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দররুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আজিজ, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ অনান্যরা।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর জানান, শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি বাড়াতেই এ বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের ৩৬টি গ্রুপ তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত