শিক্ষা

শিক্ষা

ববির উজিরপুর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে আরাফাত ও জিহাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠিত হয়েছে। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) উজিরপুর শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে মোহাম্মদ আরাফাত ইসলামকে (অর্থনীতি বিভাগ) সভাপতি এবং মোহাম্মদ জিহাদকে (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ আরাফাত ইসলাম তার বক্তব্যে জানান, ‘উজিরপুর শিক্ষার্থী কল্যাণ কমিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। কমিটির সভাপতির যে দায়িত্ব, আমি সৎভাবে তা পালন করব। আমি সব সময় সজাগ থাকবো। উজিরপুরের সকল শিক্ষার্থীদের সহায়তায় আমাকে তারা সব সময় তাদের পাশে পাবেন।’

সাধারণ সম্পাদক মোহাম্মদ জিহাদ তার বক্তব্যে বলেন, ‘উজিরপুরের সকল শিক্ষার্থী আমার ভাই এবং বোন। তাদের সকল বিপদ-আপদে আমাকে সব সময় তাদের পাশে পাবে। এই কমিটিটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলেই আমাদের সর্বস্ব দিয়ে কাজ করব।’

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন-

সহ-সভাপতি :
১। মোহাম্মদ মিরাজ আহমেদ (ইংরেজি)
২। শান্তা রহমান (বাংলা)
৩। মোহাম্মদ ফাহিম শিকদার (সমাজ বিজ্ঞান)
৪। মোহাম্মদ সাইদুল ইসলাম (অর্থনীতি)
৫। মোহাম্মদ রোকন (বাংলা)
৬। শান্তা ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান)
৭। সুজন মাহমুদ (রাষ্ট্রবিজ্ঞান)

যুগ্ম সাধারণ সম্পাদক : ইজাজুল রহমান শুভ (ইতিহাস)
অর্থ সম্পাদক : তরিকুল ইসলাম নকিব (ইতিহাস)
দপ্তর সম্পাদক : সাব্বির হোসেন (রাষ্ট্রবিজ্ঞান)
নারী বিষয়ক সম্পাদক : নিপা আক্তার (একাউন্টিং এন্ড ইনফরমেশন)
রত্না আক্তার (ইংরেজি)
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক : মোঃ ইমরান সিকদার (সি এস ই)

সাংগঠনিক সম্পাদক :
১। সৌরভ রাজ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং)
২। পলাশ মজুমদার (অর্থনীতি)
৩। তন্ময় বিশ্বাস (লোকপ্রশাসন)

ক্রীড়া সম্পাদক : সাদমান শাহরিয়ার (অর্থনীতি)
আইন বিষয়ক সম্পাদক : তরিকুল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান)
আপ্যায়ন বিষয়ক সম্পাদক : সাঈদ হোসেন (সমাজবিজ্ঞান)

বিষয়:
পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে খুলছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়

ঈদুল আযহার ছুটি শেষে রবিবার খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বশেমুরমেবি)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রবিবার থেকে যথারীতি একাডেমিক এবং দাপ্তরিক সব কাজ চলমান থাকবে।

এরই মাঝে দীর্ঘ যানজট উপেক্ষা করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১২ জুন থেকে ২২ জুন মোট ১০ দিন ঈদুল আযহার ছুটি পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনের বিজ্ঞান মেলা

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনের বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দররুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আজিজ, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ অনান্যরা।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর জানান, শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি বাড়াতেই এ বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের ৩৬টি গ্রুপ তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত