শিক্ষা

শিক্ষা

ববি কেন্দ্রে ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ঢাবির ভর্তি পরীক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১ মার্চ (শুক্রবার)। এদিন সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১২:৩০-এ শেষ হয়।

ববি কেন্দ্রে ‘ক’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ২২৩৯ জন, পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন ১৯৮০ জন। মোট পরীক্ষার্থীর ৮৮.৪৩ শতাংশ পরীক্ষায় অংশ নেয়। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

পরীক্ষা শুরুর ২০ মিনিট পর কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।। তিনি সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান, ‘কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।’

সার্বিক নিরাপত্তার জন্য সজাগ ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও রোভার স্কাউট-এর সদস্যবৃন্দ।

বিগত বছরগুলোর ন্যায় বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিষয়:
পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে খুলছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়

ঈদুল আযহার ছুটি শেষে রবিবার খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বশেমুরমেবি)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রবিবার থেকে যথারীতি একাডেমিক এবং দাপ্তরিক সব কাজ চলমান থাকবে।

এরই মাঝে দীর্ঘ যানজট উপেক্ষা করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১২ জুন থেকে ২২ জুন মোট ১০ দিন ঈদুল আযহার ছুটি পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনের বিজ্ঞান মেলা

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনের বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দররুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আজিজ, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ অনান্যরা।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর জানান, শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি বাড়াতেই এ বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের ৩৬টি গ্রুপ তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত