শিক্ষা

শিক্ষা

শিক্ষার্থীদের সকল যোক্তিক দাবি পূরণ করা হবে : ববি উপাচার্য 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.বদরুজ্জামান ভূঁইয়া। উপাচার্য হিসেবে নিয়োগ পবওয়ার পর তার বক্তব্যে তিনি এই অঙ্গীকার দেন।

তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন দর্শন এবং শিক্ষা বান্ধব উদ্যোগ হাতে নিয়েছেন সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ এবং আমার দায়িত্বকে সুচারুভাবে পালন করব। আমার প্রিয় শিক্ষার্থীদের যে আশা আকাঙ্খা সেটার বাস্তব প্রতিফলন আমি করতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক রকমের প্রতিবন্ধকতা আছে। সেগুলি সঠিকভাবে নির্ণয় করব এবং যত তাড়াতাড়ি সম্ভব সেসব সমাধান করব। আমার ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফুটানোটাই আমার মূল উদ্দেশ্য। তারা কী চায়, তাদের কী চিন্তা, প্রয়াস সেটা আমি বুঝতে পেরেছি। আগামী ৪ বছরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সে সময়ে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের স্বপ্নের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলব। আমার চেষ্টাটা সেদিনই পরিপূর্ণতা পাবে যেদিন আমাদের শিক্ষার্থীদের মুখে হাসি ফুটবে।’

তিনি স্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছসিত।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নূর ইসলাম জানান, ‘শিক্ষার্থীদের সকল আশা এবার পূরণ হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়কে তারা এবার তাদের স্বপ্নের বিদ্যাপীঠ হিসেবে দেখতে পাবে।’

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যেসব অসুবিধা, ক্লাসরুম সংকট, আবাসন সংকট ইত্যাদি সকল সমস্যার সমাধান এবার তারা পাবে বলে আশা করে।

বিষয়:
পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে খুলছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়

ঈদুল আযহার ছুটি শেষে রবিবার খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বশেমুরমেবি)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রবিবার থেকে যথারীতি একাডেমিক এবং দাপ্তরিক সব কাজ চলমান থাকবে।

এরই মাঝে দীর্ঘ যানজট উপেক্ষা করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১২ জুন থেকে ২২ জুন মোট ১০ দিন ঈদুল আযহার ছুটি পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনের বিজ্ঞান মেলা

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনের বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দররুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আজিজ, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ অনান্যরা।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর জানান, শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি বাড়াতেই এ বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের ৩৬টি গ্রুপ তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত