নওগার পোরশায় বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মোরশেদা বেগম নিহতের ঘটনায় সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোহাম্মদ আসির উদ্দিনের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন বকুল, বকুলের স্ত্রী মোসাম্মাৎ শাহনাজ বেগম, মোঃ মজিবরের ছেলে মোঃ মইনুল এবং মাইনুলের ছেলে রাকিবুল।
পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান জানান, গত সোমবার (১৮ মার্চ) আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, আসামিদের জেলা হাজতের প্রেরণ করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ইতিহাস বিভাগের এস এম আছাদুল্লাহ সভাপতি এবং অর্থনীতি বিভাগের মোঃ ইকরামুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৩ ফেব্রুয়ারি বিকালে ববির সাতক্ষীরা জেলার ছাত্র কল্যাণ পরিষদের এই কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত সভাপতি এস এম আছাদুল্লাহ আছাদ বলেন, ‘ইতিহাসের একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার জেলার ইতিহাস ঐতিহ্যকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তুলে ধরতে চাই। জেলা এসোসিয়েশন-এর একটা দীর্ঘ দিনের বদনাম আছে যে, সভাপতি সম্পাদক কেন্দ্রীক সংগঠন। আমি চাই এটা থেকে বেরিয়ে এসে একটা টিম হয়ে কাজ করতে। পূর্বেও সবাইকে সাথে নিয়ে একটা টিম হয়ে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। জেলার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধকে অটুট রাখা এবং নবীন থেকে শুরু করে সকল ভাই-বোনদের সহযোগিতা করাই আমাদের লক্ষ থাকবে।’
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইকরামুজ্জামান বলেন, ‘দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি। এই সমিতি সিনিয়রদের ত্যাগের ফসল ও ভালোবাসার পরিবার। পূর্বের ন্যায় আগামীতেও আমারা সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবো এবং দক্ষিণবঙ্গে সাতক্ষীরা জেলাকে প্রতিনিধিত্ব করব।’
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত পাভেল বলেন, ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি প্রতিষ্ঠার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহোযোগিতায় সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আগামী দিনগুলোতেও আমারা এ ধারা অব্যহত রাখবো।’
এছাড়াও কমিটিতে অন্যান্য পদে রয়েছেন—
সহ-সভাপতি :
১। মোঃ ইউসুফ বিশ্বাস, ফিনান্স এন্ড ব্যাংকিং
২। মেহেদি হাসান, লোক প্রশাসন
৩। প্রণয় পাল, মার্কেটিং
৪। রাহি ইসলাম সুমন, রাষ্ট্রবিজ্ঞান
৫। রাহিমা আফরোজ জেরিন, ইংরেজি
যুগ্ম- সাধারণ সম্পাদক :
১। মোঃ হাদিউজ্জামান, সমাজবিজ্ঞান
২। মেহেদী হাসান স্বাধীন, রাষ্ট্রবিজ্ঞান
৩। মৃন্ময় মন্ডল, একাউন্টটিং
কোষাধ্যক্ষ : সুরাইয়া ইসলাম ছোয়া, মৃত্তিকা বিজ্ঞান।
প্রচার ও প্রকাশনা সম্পাদক : শেখ ইমন, অর্থনীতি।
দপ্তর সম্পাদক : নাঈমুর রহমান সজীব,ডিজাস্টার ম্যানেজমেন্ট।
গণযোগাযোগ বিষয়ক সম্পাদক : মুনতাসির রাহী,গণযোগাযোগ ও সাংবাদিকতা।
ক্রীড়া সম্পাদক : নাদিম মাহমুদ,সমাজ বিজ্ঞান।
সমাজসেবা সম্পাদক : মোঃ আব্দুর রহমান,সমাজকর্ম।
আইন বিষয়ক সম্পাদক : সালমান শিহাব,আইন।
সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : অমরেশ চন্দ্র মন্ডল, বাংলা।
ছাত্রী বিষয়ক সম্পাদক : নুসরাত জাহান, ইতিহাস।
কথাসাহিত্যিক তাসরিবা খানের সম্প্রতি প্রকাশিত উপন্যাস ‘কাঁটাতারের পরিযান’-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার লালমাটিয়ার শান্তিবাড়িতে এ উলক্ষে প্রাণবন্ত সাহিত্য আড্ডার আসর বসে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাঁটাতারের পরিযান’ উপন্যাসের নানা দিক নিয়ে আলোচনা করেন বরেণ্য কথাসাহিত্যিক দীলতাজ রহমান, লেখক, এক্টিভিস্ট ও ফিল্মমেকার মুনমুন শারমিন শামস্, বীর মুক্তিযোদ্ধা ও লেখক জিয়াউল হক, কবি এবং আর্টিস্ট ফুলেশ্বরী প্রিয়নন্দিনি এবং লেখক তৈয়েব রহমান।
এছাড়াও আলোচনায় অংশ নেন লেখক ও প্রকাশক মেহেদী হাসান শোয়েব, মিডিয়া ব্যক্তিত্ব সুমনা সুমি, লেখক আফরোজা খানম, লেখক মাহবুব সওকত প্রমুখ।
উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান লেখক তাসরিবা খান। জানান তার উপন্যাসের পেছনের গল্প। উপন্যাসকে কেন্দ্র করে ছিল দর্শক-পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লেখক।
অনুষ্ঠানে আলোচকগণ তাসরিবা খানের সদ্য প্রকাশিত উপন্যাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাসরিবার লেখালেখির সাথে লেগে থাকার এবং ক্রমাগত লিখে যাবার চেষ্টার প্রসংশা করেন তারা। তাসরিবার লেখার নিজস্ব ভাষা, নিজস্ব ধরনেরও প্রসংশা করেন আলোচকবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করেন, কূপমন্ডুকতা ও কুসংস্কার দূর করতে এবং প্রগতিশীল সমাজ বিনির্মানে ১কাঁটাতারের পরিযান’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উপন্যাস পাঠক সমাদৃত হবে বলেও আলোচকবৃন্দ মনে করেন।
কথাসাহিত্যিক তাসরিবা খান কৃতজ্ঞতা স্বরূপ শান্তিবাড়ি লাইব্রেরিতে তাঁর উপন্যাস “কাঁটাতারের পরিযান” উপহার হিসেবে হস্তান্তর করেন শান্তিবাড়ির কর্ণধার মুনমুন শারমিন শামস্কে।
অনুষ্ঠানকে প্রাণবন্ত হয়ে ওঠে নীপা, শ্রাবণ, পুতুল রহমান, সাদীসহ আরও অনেকের গানে-সুরে।
দীর্ঘসময় ধরে চলা অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে ওঠে রোকসানা মহুয়ার নান্দনিক সঞ্চালনায়।