শিক্ষা

শিক্ষা

প্রধানমন্ত্রীর সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

৩১ মার্চ ২০২৪ তারিখ দুপুর ১:৩০ মিনিটে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপাচার্য বদরুজ্জামান।

সাক্ষাতকালে উপাচার্য মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত কাজের বিষয়ে অবহিত করেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাতকালে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বিষয়:
পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে খুলছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়

ঈদুল আযহার ছুটি শেষে রবিবার খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বশেমুরমেবি)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রবিবার থেকে যথারীতি একাডেমিক এবং দাপ্তরিক সব কাজ চলমান থাকবে।

এরই মাঝে দীর্ঘ যানজট উপেক্ষা করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১২ জুন থেকে ২২ জুন মোট ১০ দিন ঈদুল আযহার ছুটি পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনের বিজ্ঞান মেলা

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনের বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দররুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আজিজ, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ অনান্যরা।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর জানান, শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি বাড়াতেই এ বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের ৩৬টি গ্রুপ তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত