শামীম-উল-আলম : গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন ভারত, চীন, রাশিয়া, ভুটান, নেপাল, ফিলিপাইন, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত।
সোমবার (৮ জানুয়ারি) সারাদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে একে এক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তাঁরা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

এরই মধ্যে দুপুরের পর একে একে তিন বাহিনীর প্রধান যথাক্রমে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এস এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ৮ জানুয়ারি গণভবনে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকবৃন্দ ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আন্দ্রে শুটব বলেন, “নির্বাচন স্বচ্ছ, খোলামেলা ও বিশ্বাসযোগ্য হয়েছে। ভোটের নিরাপত্তার পরিবেশও খুব ভালো ছিল।”

সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা বলেন, “নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তবে প্রধান বিরোধী দল এলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হতো।” স্বচ্ছ ভোটার তালিকা ও ভোট পদ্ধতির প্রশংসা করেন তিনি।

কানাডার এমপি চন্দ্রকান্থ আরিয়া বলেন, “সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। ভোটে রেকর্ড সংখ্যাক নারী ভোটার উপস্থিত ছিলেন। আমরা ইচ্ছে অনুযায়ী যে কোনো কেন্দ্রে ভিজিটের সুযোগ পেয়েছি। সবার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। সুষ্ঠু ভোট প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই।” তিনি আরও বলেন “যারা ভোট বয়কট করেছে, সেটা তাদের বিষয়, এটা আমাদের বিষয় না। কানাডায়ও ভোট ৪৩ শতাংশ পড়েছিল, সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। জনগণ ভোট দিতে পারছে কি না, এটাই দেখার বিষয়।”

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদ জিম ব্যাটস প্রতিক্রিয়ায় বলেন, “ভোট সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পরিচালনা করেছে।”

ফিলিস্তিনের প্রধান নির্বাচন কমিশনার হাশিম কুহাইল বলেছেন, “আমরা বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, এছাড়া ভোটের পরিবেশও খুব ভালো ছিল। নাগরিকদের ভোটদান প্রক্রিয়াও খুব সহজ ছিল। এক থেকে দুই মিনিটের মধ্যেই ভোটাররা ভোট দিতে পেরেছেন।”

নাইজেরিয়ার সিনেটর প্যাট্রিক সি বলেন, “ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। স্থানীয়দের উৎসাহের সঙ্গে ভোট দিতে দেখেছি।” শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
স্কটিশ পার্লামেন্ট, ওআইসি, আরব পার্লামেন্ট ও গাম্বিয়ার প্রতিনিধিরা ভোটের পর্যবেক্ষণ তুলে ধরে ভোটদান প্রক্রিয়া ও পরিবেশের প্রশংসা করেন। ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন তারা। ভোটের পরিবেশেরও প্রশংসা করেছেন তারা।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয় নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

গতকাল সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় তাঁর নিজ এক্স (টুইটার) একাউন্ট থেকে এ কথা জানান।
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে, বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেফতারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে।
সংস্থাটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে এ অভিযোগ জানায়।
হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবিতে সক্রিয় ভূমিকা নেয়।
সংস্থাটির মতে, অন্তর্বর্তী সরকারের হাতে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এইচআরডব্লিউ বলেছে, গত আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধেই শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
এইচআরডব্লিউ-র বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মে সংশোধিত সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। এর আওতায় দলীয় সভা, সমাবেশ, প্রকাশনা, এমনকি অনলাইন বক্তব্যও নিষিদ্ধ করা হয়।
সংস্থাটির দাবি, আইন ব্যবহার করে সরকার শান্তিপূর্ণ কর্মী ও বিরোধীদের দমন করছে, যা শেখ হাসিনার আমলের দমননীতিরই পুনরাবৃত্তি।
এইচআরডব্লিউ-এর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের এমন কোনো আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময়ের মতোই রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পাঠায় বা মতপ্রকাশে বাধা দেয়।’
তিনি আরও বলেন, ‘যেহেতু সরকার জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে দেশে কাজ করার আমন্ত্রণ জানিয়েছে, তাদের উচিত হবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতারের ঘটনাগুলোর ওপর তাত্ক্ষণিক নজরদারি ও হস্তক্ষেপ করা।’
বিবৃতিতে ঢাকার সাম্প্রতিক একটি ঘটনারও উল্লেখ করা হয়েছে। গত ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক আলোচনাসভা থেকে ১৬ জনকে আটক করে পুলিশ। সভাটিতে সাংবাদিক, শিক্ষাবিদ ও সাবেক রাজনীতিকরা অংশ নিয়েছিলেন।
সেখানে হঠাৎ একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি ঢুকে উপস্থিতদের ঘিরে ফেলে এবং দুর্ব্যবহার শুরু করে। পরে পুলিশ এসে বিশৃঙ্খলাকারীদের না ধরে বরং আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদেরই আটক করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
প্রথমে পুলিশ জানিয়েছিল, তাদের নিরাপত্তার স্বার্থে আটক করা হয়েছে। কিন্তু পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়। একই মামলায় পরবর্তীতে আরও দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ— তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
এইচআরডব্লিউ জানিয়েছে, জামিন শুনানির সময় মঞ্জুরুল আলম পান্নাকে হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে আদালতে আনা হয়। এমনকি আদালত প্রাঙ্গণে অন্য এক সাংবাদিকের ওপর হামলা চালান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আটক ব্যক্তিদের পরিবার বলছে, ‘এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠানও ছিল না, কেবল একটি আলোচনা সভা। তাহলে কীভাবে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা যায়?’
সংস্থার দাবি, আটক ব্যক্তিদের অনেকেই পুলিশ হেফাজতে দুর্ব্যবহারের শিকার হচ্ছেন এবং চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন। এতে শেখ হাসিনার শাসনামলের মানবাধিকার লঙ্ঘনের কথা নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছে তারা।
বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আরেকটি অভিযোগ তুলে ধরে বলা হয়, সরকার রক্ষণশীল মুসলিম স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকেও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এ গোষ্ঠীগুলো তাদের দাবিদাওয়া আদায়ের সময় সহিংসতায় জড়িয়ে পড়ছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, চলতি বছর জানুয়ারি থেকে উচ্ছৃঙ্খল জনতার হামলায় অন্তত ১৫২ জন নিহত হয়েছেন।
এক রাজনৈতিক কর্মী হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, ‘আমরা এখন হয় সন্ত্রাসী হিসেবে কারাগারে, নয়তো উচ্ছৃঙ্খল জনতার হাতে নিহত হওয়ার ঝুঁকিতে আছি। বিচার হওয়া জরুরি, কিন্তু তা হতে হবে নিরপেক্ষ বিচারব্যবস্থার মাধ্যমে— যা দিতে ইউনূস সরকার ব্যর্থ।’
গত জুলাইয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় বাংলাদেশের সঙ্গে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার উদ্দেশ্য মানবাধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধি। মানবাধিকার প্রধান ভলকার টুর্ক বলেন, ‘এই মিশন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ইতিবাচক বার্তা দেবে এবং পরিবর্তনের ভিত্তি তৈরি করবে।’
অন্যদিকে সম্পাদক পরিষদও সতর্ক করেছে যে, সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত ধারা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।
হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশ সরকারের উচিত সন্ত্রাসবিরোধী আইনের রাজনৈতিক অপব্যবহার বন্ধ করা। এই আইন এখন দমন-পীড়নের সমার্থক হয়ে উঠছে। সরকারের উচিত হবে নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া।’
ভাষাসংগ্রামী, গবেষক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন আহমদ রফিক। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি বিকল হওয়া, পারকিনসন্স, আলঝেইমার্সসহ একাধিক শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে গত ১১ সেপ্টেম্বর তাঁকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১২ সেপ্টেম্বর তিনি কাটান তাঁর ৯৭তম জন্মদিন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ সেপ্টেম্বর তাঁকে স্থানান্তর করা হয় বারডেম হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তাঁর।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন আহমদ রফিক। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তবে চিকিৎসক হিসেবে কর্মজীবন না বেছে নিয়ে তিনি মনোনিবেশ করেন লেখালেখি, গবেষণা ও সংস্কৃতি চর্চায়।
ভাষা আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির আন্দোলনে ছাত্রদের সঙ্গে মিছিল-সভা সমাবেশে ছিলেন নিয়মিত। আন্দোলনকে ঘিরে ১৯৫৪ সালে তাঁর নামে একমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের মধ্যে।
আহমদ রফিকের প্রথম প্রবন্ধগ্রন্থ শিল্প সংস্কৃতি জীবন প্রকাশিত হয় ১৯৫৮ সালে। এরপর একে একে প্রকাশ করেন শতাধিক গ্রন্থ। তাঁর লেখালেখির মূল বিষয় ছিল রবীন্দ্রনাথ, ভাষা আন্দোলন ও সংস্কৃতি গবেষণা। দুই বাংলায় তিনি রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবে সমধিক পরিচিতি পান।
একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন সাহিত্য-সংস্কৃতির জগতে এক আলোকবর্তিকা।
স্ত্রীকে হারিয়েছিলেন ২০০৬ সালে। নিঃসন্তান এই ভাষাসংগ্রামী রাজধানীর নিউ ইস্কাটনের একটি ভাড়া বাসায় থাকতেন।
বাংলার ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ভুবনে তাঁর অবদান অনন্য ও অনির্বচনীয়।