জাতীয়

জাতীয়

এমপি হতে ৩৯ উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

সংসদ সদস্য (এমপি) হওয়ার লড়াইয়ে অংশ নিতে ২৮ নভেম্বর পর্যন্ত পদত্যাগ করেছেন দেশের ৩৯ জন উপজেলা চেয়ারম্যান। এই দৌড়ে অংশ নিতে পদত্যাগ করেছেন ২ জন জেলাপরিষদ চেয়ারম্যান ও ১ জন জেলাপরিষদের সদস্য। আগামীকালের মধ্যে এই তালিকা আরও লম্বা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) পর্যন্ত পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যানদের মধ্যে ঢাকা বিভাগ থেকে ৮ জন, রাজশাহী বিভাগ থেকে ৬ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ৫ জন, সিলেট বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, খুলনা বিভাগের ৩ জন, রংপুর বিভাগের ৩ জন ও বরিশাল বিভাগের একজন। এছাড়া রংপুর বিভাগ থেকে ২ জন জেলা পরিষদ চেয়ারম্যান এবং খুলনা বিভাগ থেকে একজন জেলা পরিষদের সদস্য পদত্যাগ করেছেন।

জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান, জেলাপরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেশ কিছু পদত্যাগ পত্র জমা হয়েছে। এসব পদত্যাগপত্র সরাসরি, ডিসির মাধ্যমে, মেইলে এবং প্রতিনিধিদের মাধ্যমে জমা হয়েছে। আবেদনপত্রগুলো পাওয়ার পর যাচাই-বাছাই করে নিশ্চিত করা হচ্ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও পটুয়াখালীর দুমকি উপজেলার চেয়ারম্যান হারুন-অর-রশিদ হাওলাদার দেশ রূপান্তরকে বলেন, অর্ধশত উপজেলা চেয়ারম্যান পদত্যাগ পত্র জমা দেবে বলে জানা গেছে। ইতোমধ্যে অনেকে জমা দিয়েছেন; কয়েকদিনের মধ্যে আরও অনেকে জমা দেবেন। পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যানরা সবাই এমপি পদে নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করবেন।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের পদত্যাগকরা উপজেলা চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন, টাঙ্গাইলের গোপালপুরের মো. ইউনুস ইসলাম তালুকদার, ঢাকার ধামরাইয়ের মো. মোহাদ্দেছ হোসেন, কিশোরগঞ্জের করিমগঞ্জের মো. নাসিরুল ইসলাম খান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. শাহজাহান ভূঁইয়া, টাঙ্গাইলের মির্জাপুরের মীর এনায়েত হোসেন মন্টু, রাজবাড়ীর সদর উপজেলার মো. ইমদাদুল হক বিশ্বাস, মানিকগঞ্জের সিংগাইরের মুশফিকুর রহমান খান, মুন্সীগঞ্জের সিরাজদিখানের মহিউদ্দিন আহমেদ।

আর রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম, সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সিরাজগঞ্জের বেলকুচির মো. নুরুল ইসলাম (সাজেদুল), বগুড়ার শেরপুরের আলহাজ্ব মজিবুর রহমান মজনু, বগুড়ার আদমদীঘির আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম খান রাজু, পাবনার চাটমোহরের মো. আব্দুল হামিদ। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার দুর্গাপুরের জান্নাতুল ফেরদৌস, ময়মনসিংহের মুক্তাগাছার মো. আব্দুল হাই আকন্দ, শেরপুরের শ্রীবরদীর এডিএম শহিদুল ইসলাম, শেরপুরের ঝিনাইগাতীর এস.এম  আব্দুল্লাহেল ওয়ারেজ লাইম, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাহমুদ হাসান সুমন। 

সিলেট বিভাগের সুনামগঞ্জের শাল্লার চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, মৌলভীবাজারের কুলাউড়ার এ. কে. এম সফি আহমদ (সলমান)। 

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের এস এম আল মামুন, চাঁদপুরের ফরিদগঞ্জের মোহাম্মদ জাহিদুল ইসলাম, চট্টগ্রামের সাতকানিয়ার আবদুল মোতালেব, চাঁদপুরের হাজীগঞ্জের গাজী মাঈনুদ্দিন, কুমিল্লার দেবিদ্বারের মো. আবুল কালাম আজাদ, কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুস ছোবহান ভূঁইয়া, কক্সবাজার মহেশখালীর মোহাম্মদ শরীফ বাদশা, চট্টগ্রামের পটিয়ার মোতাহেরুল ইসলাম চৌধুরী, ব্রাক্ষণবাড়িয়া সদরের ফিরোজুর রহমান, কক্সবাজারের রামুর সোহেল সরওয়ার কাজল, চট্টগ্রামের চন্দনাইশ মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। খুলনা বিভাগের মেহেরপুর সদরের মো. ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা সদরের মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা শ্যামনগরের এস এম আতাউল হক। রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলার মিঠাপুকুরের মো. জাকির হোসেন সরকার, নীলফামারীর সৈয়দপুরের মো. মোখছেদুল মোমিন, গাইবান্ধা সদরের শাহ সারোয়ার কবীর। 

বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জের মোহাম্মদ শামসূল আলম।

এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান। আর খুলনা বিভাগের মধ্যে যশোর জেলা পরিষদের সদস্য মো. আজিজুল ইসলাম পদত্যাগ করেছেন।

বিষয়:
পরবর্তী খবর

ঈদুল আজহা ১৭ই জুন

বাংলাদেশে আগামী ১৭ই জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বাংলাদেশের আকাশে শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুসারে ১০ জিলহজ মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করা হয়। এদিন সারা দেশে মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কোরবানি করেন।

এদিকে, সৌদি আরবের আকাশেও স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৬ জুন (১০ জিলহজ) সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

পরবর্তী খবর

২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন হবে আজ

স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি হবে তাঁর প্রথম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদে তিনি প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে প্রস্তাবিত বাজেটের অকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম করা হয়েছে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য করছাড় সুবিধা পেতে পারে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড সূত্র।

আসন্ন বাজেট পরিকল্পনা প্রসঙ্গে সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানিপণ্যের বৈচিত্র্যকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি এবারের বাজেটে অগ্রাধিকারে থাকবে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অগ্রাধিকার পাচ্ছে জানিয়ে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, যেসব খাত দীর্ঘদিন কর অবকাশ সুবিধা পেয়ে আসছে, সেসব খাত থেকে এবারে কর অব্যাহতির সুবিধা উঠিয়ে দেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলো, সেই লক্ষ্য পূরণকে সর্বাগ্রে জোর দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

অর্থ মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে-অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবাসইট www.nbr.gov.bd- এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়তে পারবেন এবং ডাউনলোডও করা যাবে। এছাড়া দেশ ও দেশের বাইরে থেকে budgetfeedback@finance.gov.bd এই ইমেলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠাতে পারবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত