শিক্ষা

শিক্ষা

ববির ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সোহাগ ও আলবীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। যেখানে সভাপতি হিসবে নেতৃত্ব দিবেন মোঃ রমজান হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদকে আলবীর ইসলাম।  গত ১৩ জানুয়ারি অ্যাসোসিয়েশনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মাসুদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি গঠনে সম্মতি প্রকাশ করে স্বাক্ষর দেন সাবেক সভাপতি আরিফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মির্জা রবন।

নবগঠিত কমিটির সভাপতি বলেন, ঢাকা জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর পাশে সবসময় জেলা সমিতি ছিল। সেই ধারা অব্যাহত থাকবে বরং আমি আশা রাখি এই ধারা আরও বেগবান করে জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করব।

সাধারণ সম্পাদক জানান, নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত হতে পেরে কৃতজ্ঞতা জানাই ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মানিত ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ স্যারকে। দীর্ঘদিন যাবত এই সংগঠনটি অচল পড়ে ছিল। আশা করছি সবার সহযোগিতায় সংগঠনটিকে আবার চলমান করতে পারব। ধন্যবাদ জানাই তাদেরকে যারা সবসময় পাশে ছিলেন।

বিষয়:
পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে খুলছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়

ঈদুল আযহার ছুটি শেষে রবিবার খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বশেমুরমেবি)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, রবিবার থেকে যথারীতি একাডেমিক এবং দাপ্তরিক সব কাজ চলমান থাকবে।

এরই মাঝে দীর্ঘ যানজট উপেক্ষা করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১২ জুন থেকে ২২ জুন মোট ১০ দিন ঈদুল আযহার ছুটি পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনের বিজ্ঞান মেলা

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনের বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দররুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আজিজ, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ অনান্যরা।

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর জানান, শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি বাড়াতেই এ বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের ৩৬টি গ্রুপ তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত